BRAKING NEWS

জেডি (এস)-এর হাত ধরেও কোনও লাভ হল না, সিদ্দারামাইয়া এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): সিদ্দারামাইয়ার এখন নতুন পরিচয়, কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| দফতর থেকে সরিয়ে ফেলা হল সিদ্দারামাইয়ার নামাঙ্কিত প্লেট| ১৭ মে, বৃহস্পতিবার থেকেই সিদ্দারামাইয়ার এখন নতুন পরিচয়, তিনি কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৪টি আসন| গেরুয়া শিবিরই বৃহত্তম দল| কিন্তু, কংগ্রেস ও জেডি (এস) মিলে পেয়েছে ১১৫টি আসন| দুই দল মিলে রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে সরকার গড়ার দাবি জানিয়েছিল| কিন্তু, এইচ ডি দেবেগৌড়ার জনতা দল (সেক্যুলার)-এর হাত ধরেও বিশেষ কোনও লাভ হল না কংগ্রেসের| বিশেষ কোনও উপকার হল না তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও| সুপ্রিম কোর্টে গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত নাটক শেষে, বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপির ‘মুখ’ বি এস ইয়েদুরাপ্পা| বৃহস্পতিবার সকাল ন’টায় রাজভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে দ্রুত মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করে নেন বি এস ইয়েদুরাপ্পা|
একইসঙ্গে নতুন পরিচয় হল সিদ্দারামাইয়ার| তিনি এখন কর্ণাটকের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী| তবে ইয়েদুরাপ্পা শপথ নিলেও, শীর্ষ আদালতের নির্দেশের উপর নির্ভর করবে নতুন মুখ্যমন্ত্রীর ভাগ্য| পরবর্তী শুনানি হবে শুক্রবার সকাল সাড়ে দশটায়| তাই শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই| এমতাবস্থায় কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘এই বিষয়টি আদালতে পেন্ডিং রয়েছে| আমরা জনগণের কাছে যাবো এবং জনগণকে অবগত করবো, কিভাবে বিজেপি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে|’ অন্যদিকে, মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করে কুমারাস্বামী বলেছেন, ‘মোদী সরকার কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের অপব্যবহার করছে| আমি জানি, তাঁরা বিধায়কদের হুমকি দিচ্ছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *