BRAKING NEWS

জিবিতে এক দিনে ৯১ জন রোগীর অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ জি বি হাসপাতালে আয়োজিত বিশেষ শিবিরে শনিবার ৯১ জনের অপারেশন হয়েছে৷ রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর জি বি হাসপাতালে বকেয়া অপারেশন সমাপ্ত করার লক্ষ্যে এদিন বিশেষ অপারেশন শিবিরের আয়োজন করে স্বাস্থ্য দপ্তর৷ তাতে, আজ ভিষণ সাফল্য মিলেছে বলে জানিয়েছেন জি বি হাসপাতাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য৷

এদিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে বিশেষ শিবিরের সূচনা করেন৷ সকল রোগীর মঙ্গল কামনায় স্বাস্থ্যমন্ত্রী সহ সমস্ত চিকিৎসা কর্মীরা অপারেশন শুরু হওয়ার আগে প্রার্থনা করেছেন৷ জি বি হাসপাতাল সুপার ডাঃ বৈদ্য জানিয়েছেন, এদিন এই শিবিরে মোট ৯১ জনের অপারেশন হয়েছে৷ তাতে, জেনারেল সার্জারি বিভাগে ৩২ জনের, গাইনোকলজি বিভাগে ২৫ জনের, অর্থোপেডিক বিভাগে ২৭ জনের এবং ইএনটি বিভাগে ৭ জনের অপারেশন হয়েছে৷ তিনি জানান, রোগীদের মধ্যে ১০ জনের মাইনর অপারেশন এবং ৮১ জনের মেজর অপারেশন হয়েছে৷ প্রত্যেকটি অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছেন ডাঃ বৈদ্য৷ তিনি জানান, রোগীরা সুস্থ আছেন৷ অপারেশনে কোন সমস্যাই হয়নি৷

জি বি সুপার আরো জানিয়েছেন, এদিন এই শিবিরে প্রায় ৩০০ চিকিৎসা কর্মী অংশ নিয়েছেন৷ প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ নিয়ে কাজ করেছেন৷ স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন আজকের এই শিবির সফলতার সাথে সম্পন্ন করার প্রত্যেক চিকিৎসা কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন৷

এদিকে, বিশেষ শিবির উপলক্ষ্যে বকেয়া ১০ জন রোগীর এমআরই করা হয়েছে৷ পাশাপাশি, বকেয়া ১৮ জনের সিটি স্ক্যান এবং ৪০ জনের সোনোগ্রাফিও করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *