BRAKING NEWS

আর মাত্র বাকি ৪১ দিন

সায়ন্তক চৌধুরী
কেটে গেল ৫৯ দিন৷ আর মাত্র বাকি ৪১ দিনের৷ তারপর পূর্ণ হবে একশত দিন৷ তার মানে বিজেপি সরকারের শতদিন পূর্ণ হতে আর মাত্র ৪১ দিনের অপেক্ষা৷ এখন নতুন বিজেপি সরকারের বয়স হবে তিন মাস দশ দিন৷ পাঁচ বছরের নীরিখে এ সময়টুকু কিছু না৷ বলা যেতে পারে সিন্ধুর মাঝে বিন্দুর মত৷ কিংবা নস্যি তুল্য৷ তবুও এই শতদিন ঘিরে বিজেপি সরকারের সূচনার দিকটি দেখা যেতে পারে৷ কেননা রাজ্যস্তরে অসাধ্য সাধন করেছে৷ একটানা পঁচিশ বছরের বাম সরকারকে উৎখাত করে রাজ্যের মসনদ দখল করল বিজেপি৷ সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায়ে রাজ্যে প্রতিষ্ঠিত হল বিজেপি সরকার৷ তাই নতুন সরকারের কজের প্রতি আম জনতার রয়েছে সীমাহীন কৌতুহল৷ এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কথায়ও এমনই একটা ছবি ধরা পড়েছে৷ নয় মার্চ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর বিপ্লববাবুও বিজেপি সরকারের শতদিন পূর্ণ হবার পর কাজের সমালোচনা করার কথা বলেছিলেন৷ তার মানে শতদিনের মধ্যে বিজেপি সরকার রাজ্যবাসীর জন্য এমন কিছু করবে যাতে সকলে বিজেপি সরকারের উপর আস্থা রাখতে পারে৷ বুঝতে পারবে যে বিজেপিকে ভোট দিয়ে তারা কোনও ভুল করেননি৷
এদিকে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর ঊনষাট দিন অতিবাহিত হল৷ এই ৫৯ দিনে রাজ্যবাসী তেমন আশার আলো দেখছে কি? এমন প্রশ্ণ কিন্তু প্রাসঙ্গিক৷ এ প্রসঙ্গে উত্থাপন করা যেতে পারে চার মে এনএসআরসিসিতে অনুষ্ঠিত যুব মোর্চার সম্মেলনে বিজেপি প্রভারী সুনীল দেওধরের বক্তব্যকে৷ তিনি বলেছিলেন এখন কথা কম, কাজ বেশি করতে হবে৷ ক্ষমতায় আসার পূর্বে এবং ক্ষমতায় আসার পরের পরিস্থিতি কিন্তু এক নয়৷ ক্ষমতায় আসার আগে আমরা কথা বেশি বলেছিলাম৷ এখন বলার প্রয়োজন ছিল৷ রাজ্যবাসী বিজেপিকে সারা জীবনের জন্য ক্ষমতায় বসাননি৷ জনগণের মন পেতে হবে বর্তমানে কাজ করতে হবে৷ সুনীল দেওধরের এমন বক্তব্য কিন্তু যথার্থ এবং প্রণিধানযোগ্য৷ তিনি বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদেরকে যেন একটা বার্তা দিলেন৷ সেই বার্তা একেবারে ছাঁচাছোলা৷ সরাসরি যেন আঙুল তুললেন নেতাদের বেশি কথার দিকে৷
তবে কি বিজেপি সরকারের ৫৯ দিন কেটে গেল শুধু কথা বলে৷ কাজের কাজ কিছুই হয়নি? এমন ভাবাটাও কিন্তু উচিৎ নয়৷ নতুন মুখ্যমন্ত্রী একের পর এক নতুন পরিকল্পনা গ্রহণ করছেন৷ বলছেন তিন বছরে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলবেন৷ সেই সাথে তিনি অনেক কথাও বলছেন৷ এনিয়ে সমালোচনারও ঝড় বইছে৷ মোটের উপর ভালো সঙ্গে মিশেল করা মুখ্যমন্ত্রীর বক্তব্য৷ ৫৯ দিনে কাজ যতটুকু হয়েছে তাতে রাজ্যবাসীর তেমন উপকার কি হয়েছে? ভেঙ্গে পড়েছে প্রশাসন৷ বিশেষ করে গ্রামীণ অর্থনীতি আজ হুমকির মুখে৷ শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়েছে৷ এ অবস্থা থেকে মফস্বল ও গ্রামকে চাঙ্গা করা একান্ত আবশ্যক৷ কিন্তু, ক্ষমতায় বসার ৫৯ দিনের তেমন কিছু অগ্রগতি দেখা যায়নি৷ শুধু ইস্তফার পাহাড় জমছে৷ কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে৷ বিভিন্ন দপ্তরেও এখনো ফিরে আসেনি কর্মসংসৃকতি৷ এ অবস্থায় একশত দিনের মধ্যে ৫৯ দিন চলে গেলেও আর বাকি থাকলো মাত্র ৪১ দিন৷ এ ৪১ দিনের মধ্যে আম জনতার মুখে যৎসামান্য হলেও হাসি ফোটাতে পারবে কি বিজেপি সরকার? এমন ভাবনার দোলাচলে দুলছে রাজ্যবাসী৷ মুখ্যমন্ত্রীও বলেছিলেন শতদিন পর তার কাজের মূল্যায়ন করতে৷ মুখ্যমন্ত্রী কি পারবেন তাঁর কথা রাখতে? এপক্ষা আরও ৪১ দিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *