BRAKING NEWS

চলো পাল্টাই- কী পাল্টাল ভাই

সায়ন্তক চৌধুরী
চলো পাল্টাই- ছোট্ট ছেলেটির মুখেও শোনা যেত এমন পাল্টানোর কথা৷ কি বুঝতো ছোট্ট ছেলেটি? তবুও পাল্টাই বলে বেশ কৌতুক বোধ করতো৷ কি পাল্টাই না বুঝলেও ছোট্ট শিশুটিও এক সময়ে তাই বলতো৷ তবে শিশুটি বুঝুক আর না বুঝুক- পাল্টেছে বটে৷ ১৮ সালে সেই পাল্টাপাল্টির খেলা চললো৷ ছিল এক উন্মাদনা৷ এ যেন টাল মাটাল অবস্থা৷ ছিল চারিদিকে এক উত্তাল ঢেউ৷ সেই ঢেউয়ের দোলায় দুলতে দুলতে এ রাজেও পদ্মফুল ফুটলো৷ এ পাল্টানোর অভিঘাত ছিল রাজনীতির অঙ্গনে৷ পঁচিশ বছরের বাম সরকারকে পাল্টানোর স্লোগান৷ এমন স্লোগান ছিল বিজেপির৷ সরকার পরিবর্তনের স্লোগান৷ অসংগঠিত বিজেপি যেন অসাধ্য সাধন করল৷
তাইতো চলো পাল্টাই- মানে পাল্টে গেল সরকার৷ যে বটবৃক্ষ দীর্ঘ পঁচিশ বছর আপদে বিপদে আম জনতাকে আগলে রেখেছিল সেই বটবৃক্ষের পতন হল৷ ক্ষমতা থেকে ছিটকে পড়লো সিপিএম৷ চলো পাল্টাই স্লোগানে মুখর হল রাজ্য৷ মাত্র দুই বছর নয়মাস রাজনীতির অঙ্গনে বিচরণ করে মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব কুমার দেব৷ বিজেপির এ কিন্তু কম প্রাপ্তি নয়৷ এবং পাল্টে গেলো বাম সরকার- তাও সত্য৷ জনগণ পাল্টে দিলেন৷ জনগণের রায় মাথা পেতে নিল বাম নেতারা৷ এদিকে জনগণের প্রত্যাশার পারদ চড়তে লাগলো৷ কেননা, রাজ্যে বিজেপি সরকার৷ বিজেপি নেতৃত্বরা ঢালাওভাবে দিয়েছিলেন নির্বাচনি প্রতিশ্রুতি৷ বর্তমানে দুই মাসের কাছাকাছি হতে চলেছে বিজেপি সরকারের বয়স৷ এরই মাঝে প্রশাসনিক কাজে যেন দেখা দিয়েছে স্থবিরতা৷ বিভিন্ন দপ্তরে কর্মসংসৃকতি এখনো সেই তিমিরে৷ সাধারণ মানুষ আজও ভোগান্তির শিকার৷ তাই প্রশ্ণ জাগে- কীসের জন্য বাম সরকারকে পাল্টানো হল? গতিশীল প্রশাসন আজও অধরা৷ বিভিন্ন দপ্তরের কর্মীদের মাঝে যেন বইছে চোরাস্রোত৷ বাম আমলের কর্মসংসৃকতি আজও বহাল৷ এখনো সামান্য ঝড়ে বিদ্যুৎ পরিষেবা লাটে উঠছে৷ ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকে বিভিন্ন এলাকা৷ চোখে পড়ে সেই বাম আমলের দৃশ্য৷ বিভিন্ন দপ্তরে দেখা যায় কর্মীরা ভাতঘুমে আচ্ছন্ন৷ সবাই চলছে যেন গদাই লস্করি ছালে৷ ভাবখানা যেন এমন- ক্ষমতা পাল্টালে কি হবে, আমরাতো আছি আমাদের জায়গায়৷ এদিকে বাম নেতারা পাল্টাতে ব্যস্ত৷ সবকিছু যেন চলছে আগের মত৷ বিভিন্ন বাস সিন্ডিকেটে দেখা যাচ্ছে বাম আমলের সেই চেনা লোকদের৷ পরিবর্তন শুধু একটা- এখন তাদের কপালে গেরুয়া তিলক কিংবা গলায় গেরুয়া উত্তরীয়৷ বাম নেতারা বিজেপির নেতা সেজে বসে আছে৷ এতটুকু শুধু পাল্টাইয়ের ফসল৷ অফিস আদালতে যাদের দাপটে তারা আগেও ছিল এখনও আছে৷ আগে তারা বলতো ইন্কিলাব জিন্দাবাদ৷ এখন বলছে ভারত মাতা কি জয়৷ যেন ভারত মাতার নিবেদিত সন্তান তারা৷ গিরিগিটির মত খোলস পাল্টিয়ে যেন সাচ্চা বিজেপি বনে গেছে তারা৷ শুধু নেই লাল ঝান্ডা আছে গেরুয়া পতাকা৷ স্থানীয় ভাবে ছড়ি ঘোরাচ্ছেন তারাই৷ যেন তারাই সর্বেসর্বা৷ বাম আমলে যেসব পরিষেবা বেহাল ছিল এখনো তেমন আছে৷ ইতর বিশেষ কিছুই পাল্টায়নি৷ প্রশাসন যেন ভেঙ্গে পড়ছে৷ বিজেপি সরকার এখনো শুধু আশার আলো দেখাচ্ছে৷ এভাবে দুই মাসের কাছাকাছি সময় কেটে গেল৷ চলো পাল্টাই এর কিঞ্চিৎ স্বাদও পাচ্ছে না রাজ্যবাসী৷ অনেককে বলতে শোনা যায়- চলো পাল্টাই- আজও তো অধরা রয়ে গেল৷ ক্ষমতা পাল্টালেও রাজ্যবাসী কবে ‘চলো পাল্টাই’ এর স্বাদ পাবে তা বুঝতে পারছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *