BRAKING NEWS

নাবালিকা ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত আসারাম বাপু সহ তিন অভিযুক্ত, বেকসুর খালাস দু’জন

যোধপুর, ২৫ এপ্রিল (হি.স.): নাবালিকা ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| আসারাম বাপু ছাড়াও ধর্ষণ মামলায় আরও দু’জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছে যোধপুরের তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালত| পাশাপাশি দু’জনকে বেকসুর খালাস করেছে যোধপুরের বিশেষ আদালত| ২০১৩ সালে ১৬ বছর বয়সি একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| উত্তর প্রদেশের শাহজাহানপুরের ওই মেয়েটিকে যোধপুরের কাছে একটি আশ্রমে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আসারাম বাপুর বিরুদ্ধে| আসারাম ছাড়াও অপর চারজন অভিযুক্ত হলেন শিব, শিল্পা, শরদ ও প্রকাশ| তাদের বিরুদ্ধে পকসো ও তফশিলী জাতি ও তফশিলী উপজাতি (অত্যাচার প্রতিরোধ) ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল| এছাড়াও আসারাম বাপুর বিরুদ্ধে নারী পাচার, ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে| এতদিন রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন স্বঘোষিত এই ধর্মগুরু| গত চার বছরে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিন সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে|

নাবালিকা ধর্ষণ মামলায় বুধবার যোধপুরের তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আসারাম বাপু এবং দু’জন অভিযুক্ত|এদিন যোধপুর সেন্ট্রাল জেলে আসারাম বাপুদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন বিশেষ আদালতের বিচারপতি (তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালত) মধুসূদন শর্মা| যোধপুরের বিশেষ আদালতে আসারাম বাপু দোষীসাব্যস্ত হওয়ার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহজাহানপুরের নির্যাতিতা ওই মেয়েটির বাবা| খুশি প্রকাশ করে নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, ‘আসারাম দোষীসাব্যস্ত| আমরা ন্যায়বিচার পেয়েছি| এই লড়াইয়ে সমর্থণের জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যাঁরা আমাদের পাশে ছিলেন| আমি আশা রাখছি আসারাম বাপু এবার কঠোর শাস্তি পাবে|’ প্রসঙ্গত, গত চার বছরে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিন সাক্ষীর অস্বাভাবিক মৃতু্য হয়েছে| এছাড়াও ন’জন সাক্ষীর উপর হামলা হয়েছে| এই প্রসঙ্গে নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, ‘আমি আশা রাখছি, যে সমস্ত সাক্ষীদের খুন করা হয়েছিল বা অপহরণ করা হয়েছিল, তাঁরা এবার ন্যায়বিচার পাবেন|’

এদিকে, যোধপুর বিশেষ আদালত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু দোষীসাব্যস্ত হওয়ার পরই আসারামের মুখপাত্র নীলম দুবে জানিয়েছেন, ‘সর্বপ্রথম আইনি পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করব আমরা, এরপরই ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করা হবে|’ যদিও এদিনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হবে বলে আসারামের আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে|

আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় নিয়ে রীতিমতো দূর্গের চেহারা নিয়েছে যোধপুর| বিশেষ সতর্কতা জারি করা হয় রাজস্থান, গুজরাট ও হরিয়ানায়| এই তিন রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা অাঁটোসাঁটো করা হয়| রেল স্টেশন সহ বিভিন্ন জায়গা থেকে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ|নিরাপত্তার কারণে যোধপুর সেন্ট্রাল জেল চত্বর সাধারণের জন্য ‘নিষিদ্ধ জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে| জারি করা হয়েছে ১৪৪ ধারা| আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই আইন বলবত্ থাকবে|

উল্লেখ্য, অশুভ শক্তির হাত থেকে মুক্তি দেওয়ার নাম করে মানাই গ্রামের আশ্রমে নিয়ে গিয়ে উত্তর প্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করেছিল আসারাম বাপু, এমনই অভিযোগ| আসারামকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয়| ২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে রয়েছে স্বঘোষিত গডম্যান আসারাম বাপু| ১২ বার জামিনের আবেদন করেছে সে, খারিজ হয়েছে প্রতিবারই| গুজরাটেও একটি ধর্ষণ মামলাতে অভিযুক্ত আসারাম|গুজরাটের সুরাটে আসারাম ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দুই বোন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *