BRAKING NEWS

সংবিধান এবং গণতন্ত্র প্রসঙ্গে পাল্টা কংগ্রেসের নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল (হি.স.): কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমার। সোমবার রাজধানী দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে ‘সংবিধান বাঁচাও’-য়ের ডাক দিয়েছিল কংগ্রেস। সভাস্থল থেকে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী জানিয়েছিলেন, ‘বিজেপি এবং আরএসএস-কে ২০১৯ সালে সংবিধান এবং দেশকে স্পর্শ করতে দেবো না। প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের হৃদয়ে দলিত এবং অনগ্রসর মানুষের জন্য কোনও স্থান নেই।’
এই প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমার জানিয়েছেন, ‘ গণতন্ত্র এবং সংবিধান নিয়ে প্রশ্ন করার কোনও অধিকার কংগ্রেসের নেই।’ অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির বিরুদ্ধে কংগ্রেসের আনা ইমপিচমেন্ট প্রস্তাবকে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু খারিজ করে দেওয়াকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘তাদের (কংগ্রেস) এই পদক্ষেপ প্রমাণ করে যে স্বাধীনতার পর ৭০ বছর অতিবাহিত হয়ে গেলেও সংবিধানকে তারা এখনও বুঝতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *