BRAKING NEWS

বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির জন্য পিছিয়ে রয়েছে ভারত : অমিতাভ কান্ত

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): ভারতের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাড়াচ্ছে কিছু রাজ্যের সামাজিক উন্নয়নের বেহাল দশা। মঙ্গলবার এমনই ভাষায় দেশের বর্তমান আার্থসামাজিক পরিস্থিতি কথা তুলে ধরলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। জামিয়া মিলয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে খান আব্দুল গফফর খান স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের নির্দিষ্ট কয়েকটি রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলি সামাজিক উন্নয়ন সূচকের নিরিখে ভারতকে পিছিয়ে রেখেছে। যখন দেশের ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়ে উঠেছে ঠিক তখনই মানব উন্নয়ন সূচক(হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স) পিছিয়ে রয়েছি আমরা।’
নিজের বক্তব্যে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, ‘মানব উন্নয়ন সূচকের(হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স) নিরিখে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩১।’ দেশের বেহাল স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবার বিষয়ে তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত এই দুইটি ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। আমাদের শিক্ষাদানের ফলাফলও খুব ভাল নয় একজন পঞ্চম শ্রেণীর পড়ুয়াকে যদি দ্বিতীয় শ্রেণীর কোনও অংক কষতে দেওয়া হয় তবে সে তা করতে পারবে না। পঞ্চম শ্রেণীর পড়ুয়া নিজের মাতৃভাষায় পরিষ্কার পড়তে পারে না। শিশুদের মৃত্যু হারও খুব বেশি। এই বিষয়েগুলিকে আমরা যদি গুরুত্ব না দিই তবে ধারাবাহিক উন্নয়ন ব্যহত হবে।’
পাশাপাশি দেশের পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলি মানব উন্নয়নে ভাল কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নের বৃদ্ধির জন্য মহিলাদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের আরও এগিয়ে আনতে হবে। এর জন্য পরিকল্পনা রুপায়ণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *