BRAKING NEWS

টরোন্টোয় বেপরোয়া ভ্যানের ধাক্কায় নিহত ১০ ও আহত ১৫

টরোন্টো, ২৪ এপ্রিল (হি.স.) বেপরোয়া ভ্যানের ধাক্কায় নিহত ১০ এবং আহত ১৫জন পথচারী। নারকীয় এই পথ দুর্ঘটনাটি কানাডার টরোন্টোয় ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ টরোন্টো শহরের ইয়োঙ্গে স্ট্রিট এবং ফিঞ্চ অ্যাভিনিউ সংযোগস্থলে হঠাৎ একটি সাদা ভ্যান ফুটপাথের উপরে উঠে পড়ে। সেই সময় ফুটপাথের উপর দিয়ে বহু লোক হেটে যাচ্ছিল। বেপরোয়া গতিতে আসা ভ্যানটি পথচারীদের সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সেই সময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ৯১১ কল করে পুলিশকে গোটা ঘটনাটি জানায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ এবং অ্যাম্বুলেন্স। ঘাতক ভ্যানটিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যে ঘাতক ভ্যানটিকে বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। ঘাতক ভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ১০কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা এবং বাকি ১৫ জন আহতদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে নিছক নিয়ন্ত্রণ হারিয়ে এই পথ দুর্ঘটনা ঘটেনি। ইচ্ছাকৃত ভাবেই পরপর পথচারীদের সজোরে ধাক্কা মেরেছে ভ্যানটি। ঘাতক ভ্যানের চালকের নাম অ্যালেক মিনাসসিয়ান। বয়স ২৫। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে ওই ব্যক্তি। কিন্তু এর পেছনে মোটিভ বা কি কারণে ওই ব্যক্তি হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তে আরও জানা গিয়েছে যে গাড়িটি ভাড়া নেওয়া ছিল। এর পেছনে সন্ত্রাসবাদী কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *