BRAKING NEWS

‘সংবিধান বাঁচাও’ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস। সোমবার রাজধানী দিল্লিতে কংগ্রেসের ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে রাহুন গান্ধী একযোগে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগে জানিছেন, ‘বিজেপি এবং আরএসএসকে ২০১৯ সালে সংবিধান এবং দেশকে স্পর্শ করতে দেবো না। প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের হৃদয়ে দলিত এবং অনগ্রসর মানুষের জন্য কোনও স্থান নেই।’
এদিন দেশের আইনশৃঙ্খলা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। অনগ্রসর শ্রেণী উপর হামলার ঘটনা তুলে ধরে বিজেপির নিন্দা করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস এবং বি আর আম্বেদকর সংবিধান লিখে তা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। সংবিধানের মাধ্যমে দেশে একটার পর একটা প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এইমস গড়ে তোলা হয়েছিল। সংবিধান ছাড়া এইগুলি সম্ভব হতো না। আগে এই সরকার (এনডিএ) বলতো বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আগামীদিনে মোদীজিকে বলতে শোনা যাবে বেটি বাঁচাও, বিজেপির লোক থেকে বাঁচাও।’
প্রধানমন্ত্রী সঙ্গে ১৫ মিনিটের বিতর্কসভায় মুখোমুখি বসতে চান বলে জানিয়েছেন রাহুল গান্ধী। সেই বিতর্কসভায় রাফায়েল চুক্তি এবং নীরব মোদী নিয়ে তিনি বিতর্ক করতে চান। রাহুক গান্ধী আরও বলেন, প্রধানমন্ত্রী সুপরিকল্পিত ভাবে সংবিধান এবং দলিতদের ধ্বংস করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *