BRAKING NEWS

শীঘ্রই ই-ক্যাটারিং পরিষেবা সহ আগরতলা-দেওঘর এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ খুব শীঘ্রই চালু হচ্ছে আগরতলা – দেওঘর এক্সপ্রেস ট্রেন৷ একই সঙ্গে রাজ্যের রেলগুলিতে চালু হচ্ছে ই-ক্যাটারিং পরিষেবা৷ রাজ্যে কর্মরত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে৷ যে কোনও সময় উদ্বোধনী অনুষ্ঠানের নির্ঘন্ট ঘোষনা হয়ে যেতে পারে৷ প্রতি বুধরার রাত ১০টার সময় আগরতলা স্টেশন থেকে আগরতলা দেওঘর এক্সপ্রেসটি ছাড়বে৷ এই আধিকারিক আরও জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধে এই এক্সপ্রেসটি চালু হওয়ার কথা৷ প্রতি বুধবার রাত ১০টা নাগাদ ডাউন ১৫৬২৬ নম্বরের এক্সপ্রেস ট্রেন আগরতলা স্টেশন থেকে দেওঘরের উদ্দেশ্যে ছাড়বে৷ আর পৌঁছবে শুক্রবার দুপুুর একটা নাগাদ৷ অপরদিকে দেওঘর থেকে ১৫৬২৫ নম্বরের ট্রেনটি প্রতি শুক্রবার সন্ধে ছয়টা ৪৫মিনিটে আগরতলার উদ্দেশে ছাড়বে, পৌঁছবে রবিবার সকাল আটটা ১৫ মিনিট নাগাদ৷ তিনি জানান, যাওয়ার ক্ষেত্রে এই এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে ৩৯ ঘন্টা৷ আর আসার সময় ৩৭৩০ ঘন্টা৷ মোট ১৪টি কোচ নিয়ে রওয়ানা দেবে এই এক্সপ্রেস টেন৷
অন্যদিকে আধিকারিকটি জানিয়েছেন, রাজ্যের রেলগুলিতে চালু হচ্ছে ই-ক্যাটারিং পরিষেবা৷ এক সঙ্গে ছয়টি স্টেশনে চালু হবে এি পরিষেবা৷ আগরতলা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে পাওয়া যাবে ই-ক্যাটারিং পরিষেবা৷ এখন থেকে যাত্রীরা নিজের পছন্দমতো খাবার পাবেন৷ তিনি জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আটটি স্টেশনের জন্য ইতিমধ্যে এই পরিষেবা চালু করেছে৷ এই স্টেশনগুলিতে ১৩টি সংস্থা আইআরসিটিসি এর মাধ্যমে খাবার যাত্রীদের মধ্যে পৌঁছে দেবে৷ যাত্রীদের তাদের খাবারের জন্য অগ্রিম ইন্টারনেটে বুকিং করতে পারবেন৷ এমসএমএস এর মাধ্যমেও খাবার বুকিং করা যাবে৷ ভারতীয় রেলের ৪০৯টি স্টেশনে বর্তমানে এই পরিষেবা চালু হয়েছে৷

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে তপন চক্রবর্তী ও জীতেন্দ্র চৌধুরীনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ সিপিএম পার্টি কংগ্রেস রবিবার শেষ হয়েছে৷ এই পার্টি কংগ্রেসে নতুন কমিটিও গঠন করা হয়েছে৷ তাতে দলের ত্রিপুরা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য বাজুবন রিয়াংয়ের নাম বাদ পড়েছে৷ জানা গিয়েছে বাজুবন রিয়াংয়ে বয়স্ক বলে বাদ দেওয়া হয়েছে৷ বাজুবন রিয়াংকে বাদ দেওয়া হলেও ত্রিপুরা থেকে দলের কেন্দ্রীয় কমিটিতে নতুন দুইজন নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তারা হলেন বর্তমান সাংসদ জীতেন্দ্র চৌধুরী এবং বর্তমান বিধায়ক তপন চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *