যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহা অহঙ্কারী হয়ে উঠেছেন, দাবি বিজেপি সাংসদ গোপাল এন সিংয়ের

নয়াদিল্লি, ২২ এপ্রি (হি.স.): ‘গণতন্ত্র বিপন্ন’, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে শনিবার বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা| ‘রাষ্ট্রমঞ্চ’ নামে এক ‘অরাজনৈতিক মঞ্চ’ থেকে যশবন্ত সিনহা বলেছেন, ‘আমি সব রকমের দলীয় রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি| আমি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি|’ দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে যশবন্ত সিনহার বিজেপি ছেড়ে দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ গোপাল এন সিং| একই সঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও|
রবিবার বিজেপি সাংসদ গোপাল এন সিং বলেছেন, ‘যশবন্ত সিনহা এবং শত্রুঘ্ন সিনহাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে দল (বিজেপি), সেই কারণে তাঁরা অহঙ্কারী হয়ে উঠেছেন| আমার মতে, ছেলে মন্ত্রী হওয়ার পর তিনি (যশবন্ত সিনহা) বড় পদের প্রত্যাশা রেখেছিলেন| আশা পূরণ না হওয়ার জন্যই, তিনি দলের নিন্দা করা শুরু করেন|’ প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ী সরকারের বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন যশবন্ত সিনহা| তাঁর ছেলে জয়ন্ত সিনহা এখন নরেন্দ্র মোদী সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *