BRAKING NEWS

ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল, চিন্তায় সাধারণ মানুষ

নয়াদিল্লি ও কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): ফের মহার্ঘ্য হল পেট্রোল-ডিজেল| পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে| রবিবার পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ৭৪.৪০ টাকা এবং ৬৫.৬৫ টাকায় পৌঁছেছে| এদিন পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয় ১৯ পয়সা| খুব শীঘ্রই কলকাতায় পেট্রোলের দাম ৮০ টাকা প্রতি লিটার হবে বলে মনে করে হচ্ছে| শনিবারই কলকাতায় পিটারপিছু পেট্রোলের দাম বেড়ে হয় ৭৬.৯১ টাকা| দিন দিন পেট্রোল ও ডিজেলে দাম বাড়তে থাকায় চিন্তায় আম জনতা|
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে ক্ষোভে ফুঁসছে দেশবাসী| তবে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জন্যই দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উর্ধ্বমুখী| শনিবার কলকাতায় পিটারপিছু পেট্রোলের দাম বেড়ে হয় ৭৬.৯১ টাকা| অন্যদিকে, ডিজেলর দাম বেড়ে হয়েছিল ৬৮.১৫ টাকা| শুধু কলকাতা নয়, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও| পেট্রোলের দাম বৃদ্ধি ইতিমধ্যে রেকর্ড ছুঁয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *