BRAKING NEWS

তুফানে মারাত্মক ক্ষতি না হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ঝড়-বৃষ্টি সপ্তাহান্তে রাজ্যবাসীকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল৷ ঝড়ে সামান্য ক্ষতি হয়েছে৷ মারাত্মক ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রশাসনের কাছে রাত অবদি পৌছায়নি৷ তবে, এক পশলা বৃষ্টিই আগরতলাবাসীকে নাকাল করে দিতে যথেষ্ট, তা আবারও প্রমাণিত হয়েছে৷ ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন রাজপথ জলমগ্ণ হয়েছে৷ দিনভর দফায় দফায় বৃষ্টিপাতে ছন্দপতন ঘটেছে জনজীবনে৷ অবশ্য, সরকারী অফিসে ছুটি হওয়ায়, অনেকেই ঝড়-বৃষ্টির আমেজ উপভোগ করেছেন৷

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারা রাজ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৫৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আগামীকালও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে৷ সাথে বৃষ্টিপাতও হবে৷ আজ ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ আগেও দিয়েছিল আবহাওয়া দপ্তর৷ এদিন, ঝড়ের সময় পঞ্চাশের অধিক প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বয়ে গেছে৷

এদিনের ঝড়ে বিভিন্ন স্থানে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়া, গাছ ভেঙ্গে পড়া এবং এর ফলে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে৷ এদিন, জিরানীয়া মহকুমায় প্রায় ২০টি বাড়ি ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাছাড়া, আগরতলায় শ্যামলীবাজার এলাকায় তিনটি গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে৷ টাকারজলায় গাছ ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ ছিল দীর্ঘক্ষণ৷

এছাড়াও চড়িলামে ভারী বর্ষণে রাস্তা ভেঙ্গে মাটির স্তুপ নীচে  বসতবাড়িতে পড়েছে৷ তাতে, বাড়ির লোকেরা অল্পেতে ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচেছেন৷ গতকালও বৃষ্টির সময় একই ঘটনা ঘটেছিল৷ তাতে, তাঁরা প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন৷ আজও একই ঘটনা হওয়ায়, তারা পুণরায় রাস্তা অবরোধ করেন৷

এদিকে, ভারী বর্ষণে আগরতলায় বিভিন্ন রাস্তা জলমগ্ণ হয়ে পড়েছিল৷ তাতে যাতায়াতে ভিষণ সমস্যায় পড়তে হয়েছে শহরবাসীকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *