জি বি হাসপাতালের পরিষেবায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ জি বি হাসপাতালের পরিষেবায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷ তাই, তিনি শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং

জি বি হাসাপাতলে গিয়ে শনিবার রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ ছবি নিজস্ব৷

স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারীকদের নিয়ে রূদ্ধদ্বার বৈঠক করেছেন৷ টানা চার ঘন্টার বৈঠকে, শীঘ্রই জি বি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কড়া নির্দেশ দিয়েছেন৷ পরিষেবা প্রত্যাশা অনুযায়ী না হলে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং জি বি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷

শনিবার আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের কনফারেন্স হলে রূদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ, স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শৈলেষ কুমার যাদব, স্বাস্থ্য অধিকর্তা, ডাঃ জে কে দেববর্মণ, জি বি হাসপাতাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য সহ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত পদাধিকারীরা ছিলেন৷

সূত্রের খবর, পরিষেবার মানোন্নয়নে জি বি হাসপাতালকে এক মাসের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, পরিস্থিতি এখনো একই রয়ে গেছে৷ সূত্রের খবর, জি বি হাসপাতালের পরিষেবা সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে৷ তাই, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, স্বাস্থ্য পরিষেবায় কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না৷ রোগী কিংবা রোগীর পরিবারের সাথে দূর্ব্যবহার  করা হয়েছে, এমন অভিযোগের কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ কথা, কোন রোগীকে যাতে ফ্লোরে শুতে না হয়, তা সুনিশ্চিত করতে হবে৷

এদিন তিনি জি বি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে সকলের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *