BRAKING NEWS

আবারও সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি

হায়দরাবাদ, ২২ এপ্রিল (হি.স.) : দ্বিতীয়বারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে অনুষ্ঠিত সিপিআই(এম)-র ২২তম পার্টি কংগ্রেসে রবিবার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৯৫ জন সদস্য সর্বসম্মতিক্রমে সীতারাম ইয়েচুরিকে সাধারণ সম্পাদকের পদের জন্য বেছে নিলেন।
২০১৫ সালে দলের ২১তম পার্টি কংগ্রেসে প্রকাশ কারাটকে সরিয়ে প্রথমবারের জন্য জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন সীতারাম ইয়েচুরি। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৯৫ জন সদস্য সীতারাম ইয়েচুরিকে সাধারণ সম্পাদকের পদের জন্য বেছে নিলেন।রবিবার হায়দরাবাদে ২২তম পার্টি কংগ্রেসের মঞ্চে সেই ঘোষণা করলেন মানিক সরকার। সীতারাম ইয়েচুরি ফের সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক হওয়ায় খুশি বঙ্গ সিপিআই(এম)| দলের আগামীদিনের স্লোগান হল, ‘বিজেপিকে হারাও, হিন্দুত্ববাদীদের জনবিচ্ছিন্ন কর, জনবিরোধী অর্থনৈতিক নীতিকে পরাস্ত কর।’
এদিকে সিপিআই(এম)-র পার্টি কংগ্রেসের অধিবেশনে রবিবার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ৯৫ জনের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন বিমান বসু, হান্নান মোল্লা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্য্যকান্ত মিশ্র, লোকসভার সাংসদ মহম্মদ সেলিম, তপন সেন, নীলৎপল বসু। ত্রিপুরায় সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানিক সরকার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন। এছাড়াও প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাটের মতো জাতীয়স্তরে ডাকসাইটের বাম নেতারাও নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। সিপিএমের কেরল লবি থেকে রয়েছেন পিনারাই বিজয়ন, কোদিয়ারি বালাকৃষ্ণনের মতো নেতা। ত্রিপুরার বাদল চৌধুরী, নৃপেন চৌধুরীরাও রয়েছেন এই কেন্দ্রীয় কমিটিতে। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে উল্লেখযোগ্য যারা রয়েছেন তারা হলেন, সুভাষিণী আলি, বি ভি রঘুভুলু, জি রামাকৃষ্ণন, এ কে পদ্ম নাভন, এম এ গফুর, ভি শ্রীনিবাস রাও, দেবেন ভট্টাচার্য, অরুণ মেহতা, সুরেন্দ্র মালিক, ওঙ্কার শাদ, জি ভি শ্রীরামা রেড্ডিসহ অন্যান্য।
কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্যরা হচ্ছেন সুপ্রকাশ তালুকদার, অরুণ কুমার মিশ্র, কে এম তিওয়ারি, পশ্চিমবঙ্গের রবীন দেব, সজন চক্রবর্তী, অমিও পাত্র, তপন চক্রবর্তী, যশবিন্দর সিংসহ অন্যান্য। কেন্দ্রীয় কমিটিতে আমন্ত্রিত স্থানীয় সদস্য হলেন উত্তরাখণ্ড রাজ্য কমিটির সেক্রেটারি রাজিন্দ্র নেগি, ছত্তিশগড় রাজ্য কমিটি সেক্রেটারি সঞ্জয় পারাটে। কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্যরা হলেন, পালোলি মহম্মদ কুট্টি, পি রামাইয়া, কে ভরদারাজন, মাল্লু সুয়ারঞ্জন, অচ্চ্যুতানন্দ, কে বরদারাজন, মাদন ঘোষ।
এছাড়াও পাঁচ সদস্যের সেন্ট্রাল কন্ট্রোল কমিশন গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন, বাসুদেব আচারিয়া, পি রাজেন্দ্রন, এস শ্রীধর, জি রামুলু, বনানি বিশ্বাস। অন্যদিকে ১৭ সদস্যের পলিটব্যুরোতে রয়েছেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, বিমান বসু, এস রামাচন্দ্রন পিল্লাই, মানিক সরকার, বৃন্দা কারাট, পিন্নাইরাই বিজয়ন, হান্নান মোল্লা, কোদিয়ারি বালাকৃষ্ণণ, এম এ বেবি, সূর্য্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুভাষিণী আলি, বি ভি রঘুভুলু, তপন সেন, নীলৎপল বসু, বিমান বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *