BRAKING NEWS

বেসরকারী সুকলে শিক্ষার গুণমান কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ সরকার অধীনস্থ এবং বেসরকারী সুকলের ফি-কাঠামো ও শিক্ষার গুনমান নিয়ে কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার৷ বিশেষ করে সরকার অধীনস্থ সুকলগুলির ক্ষেত্রে  মর্জিমাফিক ফি নেওয়া হলেও, শিক্ষার মান খুবই নিম্নমানে গিয়ে ঠেকেছে৷ এমন বহু অভিযোগ শিক্ষা দপ্তরে জমা পড়েছে৷ তাছাড়া, বেসরকারী সুকলগুলিতে শিক্ষার মান বাড়লেও, সাথে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ডেভলপমেন্ট ফি৷ ফলে, বেসরকারী সুকলগুলিতে সন্তানদের পড়াতে গিয়ে অভিভাবকদের নাভিশ্বাস উঠে যাচ্ছে৷ তাই, এখন রাজ্য সরকার সরকার অধিনস্থ এবং বেসরকারী সুকলগুলির কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে বলে সূত্রের খবর৷ তাতে ৫১টি সরকার অধীনস্থ সুকল এবং সারা রাজ্যে বেসরকারী সুকলগুলির সাথে খুব শীঘ্রই আলোচনায় বসবে শিক্ষা দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *