BRAKING NEWS

প্রকৃত গরীবদের বঞ্চিত রেখেই খোয়াইয়ে উজ্জ্বলা যোজনায় গ্যাস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ এপ্রিল ৷৷ গোটা রাজ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং ধোঁয়া বিহীন পঞ্চায়েত গঠনে শুক্রবার বেনিফিসিয়ারিদের মধ্যে গ্যাস সংযোগ প্রদান করা হয়৷ গোটা রাজ্যের সাথে খোয়াইতেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিপিএল ভূক্ত পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস বিতনর করা হয়৷ কিন্তু জনমনে প্রশ্ণ প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস এবং এরপর ভারতীয় জনতা পার্টি৷ আজ ১৫ বছর যাবত বিভিন্ন জনসভা, পথসভায় তীব্র আন্দোলন কর্মসূচী গ্রহণ করে আসলেও সঠিক বিপিএল ভোক্তা এখনও নির্ণয় হয়নি৷ যাদের গাড়ি, ব্যবসা, ধানি জমি আছে এবং যারা বামপন্থী তারাই বিপিএল পেয়েছেন৷ সঠিক অর্থে গরীব শ্রমিক বঞ্চিত৷ প্রকৃত গরীব বিপিএল পায়নি৷ সুবিধাভোগিরা পেয়ে যান উজ্জ্বলা যোজনা৷ তাহলে কি পূর্বতন সরকারের বিপিএমল ভোক্তাদের বর্তমান সরকার সিলমোহর দিল৷ তাহলে এতদিনের আন্দোলন এবং প্রকৃত গরীব যারা শামিল হয়েছিল উনাদের মনের আজ কি অবস্থা, ভেবেছেন কি বর্তমান নেতৃত্বরা৷

এদিকে শুক্রবার খোয়াইতে চৌধুরী গ্যাস এজেন্সির উদ্যোগে গণকীস্থিত কথাকলি কমিউনিটি হলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উদ্বোধন হয়৷ উদ্বোধন করেন সমাজসেবী অমিত রক্ষিত৷ উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা শাসক ড সন্দিপ এন মাহাত্বে, সমাজসেবী মনোজ দাস, খোয়াই চৌধুরী গ্যাস এজেন্সির কর্ণধার দিব্যেন্দু চৌধুরী সহ অন্যানরা৷ খোয়াই ২১নং আসাম রাইফেলর এর সহযোগিতায় ও খোয়ই চৌধুরী গ্যাস এজেন্সির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০০ জন মহিলাকে গ্যাস সংযোগ দেওয়া হয়৷ অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সমাজসেবী অমিত রক্ষিত, দপ্তর ও গ্যাস এজেন্সি সহ বেনিফিসিয়ারি এবং সমাজেসবা মূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার স্বপ্ণটাকে বাস্তবায়িত করারল লক্ষ্যেএগিয়ে আসার আহ্বান জানান৷ অপরদিকে বিধায়ক প্রশান্ত দেববর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশেড মহিলাদের জন্য গৃহীত পরিকল্পনাগুলির প্রশংসা করতে গিয়ে উজ্জ্বলা যোজনাকে অন্যতম বলে অভিমত ব্যাক্ত করেন৷ দেশের চার লক্ষ ছাবিবশ হাজার মহিলাকে আধুনিক সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচীর ভুয়শী প্রশংসাও করেন৷ পাশাপাশি খোয়াই জেলা শাসক ও সমাহর্তা ড সন্দিপ এন মাহাত্ব্যে বলেন, আগষ্ট ২০১৭ সালে উজ্জ্বলা যোজনার সূচনা হয়েছে৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এর উদ্বোধন করেন৷ বহু মহিলাকে এলপিজি সিলিন্ডার ও গ্যাস কানেকশন প্রদান করেছিলেন৷ কিন্তু এরপর থেকে এই স্কিমেম ঠিকঠাক কাজ হয়নি৷ কিন্তু বর্তমানে পুনরায় এই প্রকল্পে বিশাল সংখ্যায় বেনিফিসিয়ারি গ্যাস সংযোগ পাচ্ছেন দেকতে পেয়ে তিনি খুবই আপ্লুত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *