BRAKING NEWS

নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত কিম জং উন-র

পিয়ংইয়ং, ২১ এপ্রিল (হি.স.) : এবার থেকে নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করল উত্তর কোরিয়া৷ মনে করা হচ্ছে দেশের স্বার্থেই একনায়ক কিম জং উন-র এই সিদ্ধান্ত নিয়েছেন৷ নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বারবার করে শক্তি প্রদর্শনে অন্যান্যদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল বলে অান্তর্জাতিক মহলের ধারনা৷
মনে করা হচ্ছে, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রের দিকে আরও বেশি করে নজর দিতে চাইছেন কিম জং উন৷ আর তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি ট্যুইট করে উত্তর কোরিয়া নিউক্লিয়ার পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷
প্রসঙ্গত, বিগত বহু মাস ধরেই বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই ধীরে ধীরে ত্রাস হয়ে উঠছিল কিমের আগ্রাসী মনোভাব৷ এবং কিম অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্কের উন্নয়নে মন দিয়েছেন৷ ২০১১ সালে ক্ষমতায় আসসার পর সম্প্রতি তিনি বিদেশ সফর শুরু করেছেন৷ তিনি চিনে গিয়ে প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে দেখা করেন৷ এরপরে রাশিয়া সফরেও যান৷ কিমের এই অস্ত্র পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত সমগ্র বিশ্বের কছে যে এক বড় সুখবর, তা বলাই বাহুল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *