BRAKING NEWS

দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : মুম্বই বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি কেন্দ্রকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুম্বইয়ে দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত না করার জন্যে শীর্ষ আদালতের বিচারপতি আর.কে অাগারওয়ালের বেঞ্চে ডনের পরিবারের তরফে একটি আবেদনে আর্জি জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি আর.কে অাগারওয়াল।
গতবছর নভেম্বরে দক্ষিণ মুম্বইয়ে দাউদের তিনটি সম্পত্তি ১১.৫৮ কোটি টাকায় নিলাম করা হয়েছিল। সম্পত্তিগুলো অর্থ মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘স্মাগলার অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর অ্যাক্ট’ অনুসারে নিলাম করা হয়। তিনটি সম্পত্তি গত নভেম্বরে নিলাম করা হয়েছিল তারমধ্যে রয়েছে হোটেল রৌনক আফরোজ, শবনম গেস্ট হাউস এবং ছটি ঘর বিশিষ্ট দামারওয়ালা বিল্ডিং। এছাড়া ব্রিটেনেও একাধিক সম্পত্তি রয়েছে দাউদের।উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণকাণ্ডের মূল চক্রী দাউদ ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অন্যতম। এছাড়াও ম্যাচ-ফিক্সিং, তোলাবাজি, মাদকপাচার সহ একাধিক অভিযোগ রয়েছে দাউদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *