BRAKING NEWS

একশো বলের ক্রিকেট নিয়ে নতুন ফর্ম্যাট অানতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : ক্রিকেটকে অান্তর্জাতিক ক্ষেত্রে অারও রোমাঞ্চকর করে তুলতে নতুন ফর্ম্যাটে অানতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার ১০০ বলের ক্রিকেট চালু করার পরিকল্পনা নিয়েছে তারা।
টেস্ট কিংবা একদিনের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মাঠমুখি করতেই ২০০৩ সালে টি-২০ ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৫ বছর পর আবার এক যুগান্তকারী পরিকল্পনা নিয়ে হাজির ইসিবি। অান্তর্জাতিক ক্ষেত্রে টি-২০-র ফর্ম্যাটে রমরমিয়ে চলছে আইপিএল-বিগ ব্যাশের মত লিগ।
কিন্তু ১০০ বলের ক্রিকেটের বিষয়ে ইসিবির প্রস্তাবিত পরিকল্পনায় স্বাভাবিক নিয়মে ১৬ ওভার বল করবে প্রতিটি দল। এর মধ্যে একটি ওভার হবে ১০ বলের। ইনিংসের কোনসময় ওই ১০ বলের ওভারটি হবে সেটা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। তবে ২০২০ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে ১০০ বলের ম্যাচ চালুর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *