BRAKING NEWS

বিশালগড়ে দুই মহিলাকে মারধরকান্ডে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ মার্চ৷৷ বিশালগড়ে প্রকাশ্যে দুই মহিলাকে মারধর করার ঘটনার সাথে জড়িত তিনজনেক পুলিশ গ্রেপ্তার করেছে৷ এদিকে, হামলার ঘটনার চবিবশ ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিজেপি মহিলা মোর্চা৷

সংবাদে জানা গিয়েছে, শুক্রবার রাতেই মহকুমা পুলিশ আধিকারীকের নেতৃত্বে বিশালগড় মহিলা থানার পুলিশ তৎপর হয়ে গ্রেপ্তার করেছে দুইজনকে৷ ধৃতরা হল দোকান মালিক স্বপনা সাহা এবং সুমন চৌধুরী৷ ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালায়৷ তাছাড়া এইদিনই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বপন সাহার ভাই তপন সাহাকে৷

এদিকে, শনিবার বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা বিশালগড় মহিলা থানার পুলিশের তৎপরতার সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন৷

প্রসঙ্গত, শুক্রবার সকালে প্রকাশ্য দিবালোকে বিশালগড় নিচের বাজারস্থিত ব্যবসায়ী স্বপন কুমার সাহা (৩৫) কে মারধর করে দুই মহিলা৷ প্রথমে পান ও ভ্যারাইটিজ দোকান মালিকের দোকানে লিটু সরকার দাস (৩০)নামে মহিলা পান ও কোলড্রিংস কেনার নাম করে গিয়ে পরিকল্পিতভাবেই স্বপন কুমার সাহার উপর হামলা চালায় বলে অভিযোগ৷ লিটু পান কেনার ছলনায় ব্যবসায়ীকে গলায় চাপা ও ইট দিয়ে বুকে আঘাত করলে তার চিৎকারে পাশের দোকানের ব্যবসায়ীরা এগিয়ে আসে এবং লিটুর ছোট বোন মিলি সরকার দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে দোকানে ভাঙচুর করেন বলে অভিযোগ৷

জানা গিয়েছে, ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত৷ কারন বিশালগড় নেতাজি নগরে মাসখানেক পূর্বে লিটু ও মিলির ভাইকে একটি প্রণয় সংক্রান্ত ব্যাপারে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ক্ষুব্ধ জনতা৷ প্রাথমিক ভাবে তদন্ত করে কিছু না জানা গেলেও পুলিশের ধারনা এই পরিপ্রেক্ষিতে হয়তো এর রকম ঘটনা সাজাতে পারে দুই বোন মিলে৷ ঘটনার কিছুক্ষণ পরে যখন লোকজন জড়ো হয় তখন দুই মহিলাকে আটক করেন৷ অতর্কিত ভাবে দুই মহিলাকে আক্রান্ত ব্যবসায়ী স্বপন বাবুর স্ত্রী ও এলাকার মহিলারা মিলে প্রকাশ্যে দিবালোকে কিল, চড়, ঘুষি চালাতে থাকে৷ ধস্তাধস্তি শুরু হয় সকলের মধ্যে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কবল থেকে দুই মহিলাকে উদ্ধার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *