বিশ্ব জুড়ে অনাহারের সংখ্যা বেড়ে ১২.৪০ কোটিতে দাঁড়িয়েছে

রাষ্ট্রসঙ্ঘ, ২৪ মার্চ (হি.স.) : সারা বিশ্বে অনাহারে মৃত্যুর হার চরম সীমায় পৌঁছে গিয়েছে| গত বছর থেকে বিশ্ব জুড়ে অনাহারের সংখ্যা বেড়ে ১২ কোটি ৪০ লক্ষ দাঁড়িয়েছে| শীঘ্রই যদি তারা খাদ্য না পায় তাহলে তাদের মৃত্যুর আশঙ্কা রয়েছে| রাষ্ট্রসঙ্ঘের সদস্য এজেন্সির প্রধান, ডেবিট বিশলি এই খবর দিয়ে জানান, এটা এই জন্য বেড়ে চলেছে, এখন মানুষ কাউকে গুলি মারতে চিন্তা করে না| তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে সুরক্ষা পরিষদকে জানিয়েয়েছে, অনাহারের সঙ্গে সংঘর্ষ করা প্রায় ৩ কোটি ২০ লক্ষ মানুষ সোমালিয়া, ইমন, দক্ষিন সুদান এবং উত্তর-পূর্ব নাইজেরিয়া এই চারটি দেশের রিয়েছে| এই চারটি দেশকে গত বছর অকাল মৃত্যুর পরিস্থিতি থেকে বাঁচানো হয়েছিল | তিনি বলেন অনাহার এবং সংঘর্ষের মধ্য সম্পর্ক ধ্বংসাত্মক | বিশলি জানিয়েছেন, বিশ্বে দীর্ঘ সময় থেকে অনাহারে জর্জরিত ৮১ কোটি ৫০ লক্ষ মানুষের মধ্যে ৬০ শতাংশ মানুষ সংঘর্ষ পূর্ণ এলাকায় বসবাস করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *