BRAKING NEWS

লোকপাল বিল সহ ছয় দফা দাবি নিয়ে অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : লোকপাল বিল পাশ সহ ছয় দফা দাবি নিয়ে অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে| নির্ধারিত ঘোষণা মতই শুক্রবার দিল্লির রামলীলা ময়দানে তিনি অনিদ্দিষ্ট কালের জন্য অনশননে বসেছেন| এব্যাপারে শুক্রবারই তিনি দিল্লি পুলিশের কাছে শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছিলেন|
নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এদিন তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে তার আন্দোলন শুরু করেন| এদিন অনশন চলাকালীন রামলীলা ময়দান থেকে হুঙ্কার দেন, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন| লোকপাল বিল পাশ ছাড়াও এবার অন্য ছয়টি নতুন দাবি নিয়ে তিনি অনশনে বসেছে| এদিন তিনি অনশনে বসার আগে বলেছেন, সরকারকে আমি ৪২ বার চিঠি দিয়েছি কিন্তু সরকারের পক্ষ্য থেকে একটিও উত্তর পাইনি| বাধ্য হয়েই অনশনে বসেছি| সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সন্তোষ হেগরে আন্নার এই অনশনে সামিল হতে রামলীলা ময়দানে পৌঁছেছেন| আন্না এদিন অনশনে বসার আগে অনশন মঞ্চ থেকে জাতীয় পতাকা উড়িয়ে অনশনে বসেন| এদিন অনশনে বসার আগে আন্না দিল্লির রাজঘাটে পৌঁছোন| সেখানে মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেন| এবং প্রার্থনা করেন| এদিন আন্না সাংসদ বিধায়কদের বেতন নিয়েও সোচ্চার হন| তিনি প্রশ্ন করেন সাংসদ-বিধায়করা জনপ্রতিনিধি তাদের কি বেতন নেওয়া উচিত| তারা তো জনসেবক| তিনি বলেন সংসদের বেতন শুধু ব্যবধান সৃষ্টি করে | তিনি বলেন, আমিও সরকারী কর্মচারী ছিলাম কিন্তু কোনও দিন বারটি সুবিধা নিইনি| যে বেতন জনপ্রতিনিধিরা পায় সেই টাকা দেশের কৃষকদের মধ্যে বন্টন করা উচিত| তিনি এদিন ৬০ বছরের উর্দ্ধ কৃষকদের পাঁচ হাজার টাকা করে পেনশন দেওয়ারও দাবি তোলেন| এই দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও এদিন জানান আন্না হাজারে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *