BRAKING NEWS

উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান নিগ্রহের খোঁজ নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ মার্চ৷৷ বুধবার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান সুব্রত দেবের অফিস ঢুকে কতিপয় সমাজদ্রোহীর সুব্রত দেবের উপর দুর্ব্যবহারের তীব্র নিন্দা করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ঘটনা শুনা মাত্র তিনি সুব্রত বাবুকে ফোনে জানান, তিনি নিজে বৃহস্পতিবার সকাল ঠিক দশটায় সুব্রত বাবুর বাড়ি যাবেন এবং সুব্রত বাবুকে নিজে পুরপরিষদের অফিসে নিয়ে আসবেন৷ সেই মত বৃহস্পতিবার সকাল দশটায় প্রণজিৎ বাবু আগরতলা থেকে সকাল দশটায় সুব্রত বাবুর বাড়িতে পৌঁছে যান৷ এবং সুব্রত বাবুকে অফিসে নিয়ে যেতে চান৷ কিন্তু সুব্রত বাবু প্রণজিৎ বাবুর সাথে পুর পরিষদের অফিসে আসতে চাননি৷ দুজনে অনেকক্ষণ কথা হয়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন৷ প্রণজিৎ বাবু জানান যারা ঘটনা ঘটিয়েছে তাদের সাথে বিজেপির কোন সম্পর্কও নেই৷ আর সুব্রত বাবুও দুর্ব্যবহারকারীরা যে বিজেপি দলের কর্মী বা সমর্থক যে কথাও বলেন নি, বা দায়ের করা অভিযোগ পত্রেও তা উল্লেখ করেননি৷ প্রণজিৎ বাবুর মতে দুসৃকতি দুসৃকতিই ওরা কোন দলের নয়৷ এমনকি সুব্রত বাবু দিনের বেলায় ঘটনাটি ঘটলেও, কাউকেই চিনতে পারেননি৷ এ নিয়েও সংসয় রয়েছে৷ ২০-২৫ টি যুবকের মধ্যে দুচার জনকে চিনতে পারেননি বহু বছরের পুরপিতা এমনটা হতে পারে বলে অনেকেই মনে করছেন না৷

এদিকে ঐ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজ পুলিশ বিকাশ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকীদের পুলিশ খুঁজছে৷ একদিকে আজ একজন মন্ত্রী হওয়া স্বত্বেও প্রণজিৎ সিংহ রায় যে সৌজন্যবোধ ও সহানুভূতি পুর চেয়ারম্যানের প্রতি দেখালেন তা বিগত দিনে দেখা যায়নি৷ কিন্তু কি কারনে সুব্রতবাবু আজ সেই সৌজন্য বোধের সঠিক মূল্য দিলেন না তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও বুদ্ধিজীবি মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *