BRAKING NEWS

আইপিএফটির পৃথক রাজ্যের দাবী, রাজ্য সরকারের কাছেই বল ঠেলে দিল কেন্দ্র

নয়াদিল্লি, ২২ মার্চ৷৷ আইপিএফটির পৃথক রাজ্যের দাবি পূরণের বিষয়ে রাজ্য সরকারের কাছেই বল ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যসভায় সাংসদ ঋতব্রত ব্যানার্জির পৃথক রাজ্য নিয়ে তারকাচিহ্ণ  বিহিন প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির জানিয়েছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যে সকলে একমত হলে তবেই ভারত সরকার বিবেচনা করবে৷

বুধবার রাজ্যসভায় সাংসদ ঋতব্রত ব্যানার্জি তারকাচিহ্ণ বিহীন প্রশ্ণ উত্থাপন করে জানতে চেয়েছেন, আইপিএফটি’র দাবি অনুযায়ী ত্রিপুরার জনজাতিদের জন্য পৃথক রাজ্য গঠনে কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের তদারকি কমিটি গঠন করেছে কি না৷ জবাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির জানান, এমন কোন কমিটি গঠন হয়নি৷ সাংসদ ঋতব্রত ব্যানার্জি আরো জানতে চেয়েছেন, এমন কোন কমিটি গঠন না করার কারণ কি৷ জবাবে শ্রীহির বলেন, বিভিন্ন সময়ে পৃথক রাজ্য গঠনের জন্য একাধিক সংস্থার তরফে দাবি উঠেছে৷ তাঁর কথায়, পৃথক রাজ্য গঠনে বিস্তৃত জটিলতা রয়েছে এবং তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সরাসরি প্রভাব ফেলে৷ তাঁর বক্তব্য, এবিষয়ে সংশ্লিষ্ট রাজ্যে সকলে একমত হলে তবেই ভারত সরকার বিবেচনা করতে পারে৷ তাঁর কথায়, ভারত সরকার সমস্ত প্রাসঙ্গিক বিষয় বিবেচনার পর নতুন রাজ্য গঠনের সিদ্ধান্ত নেয়৷

ত্রিপুরায় দীর্ঘদিন ধরে আইপিএফটি পৃথক রাজ্য গঠনের দাবি জানাচ্ছে৷ এই দাবিতে একাধিকবার আইপিএফটি দিল্লি অভিযানও করেছে৷ শুধু তাই নয়, দাবি আদায়ের জন্য রাজ্যে জাতীয় সড়ক ও রেল অবরোধও করেছে আইপিএফটি৷ আইপিএফটির বক্তব্য, রাজ্যে জনজাতি অংশের জনগণ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত৷ এ রাজ্যে জনজাতিদের উন্নয়নে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ তাই, কৃষ্টি, সংসৃকতি, আর্থ সামাজিক ও ভাষাগত দিক দিয়ে জনজাতিরা পিছিয়ে রয়েছেন৷ এই দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ  সৃষ্টি করেছিল আইপিএফটি৷ তাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে আইপিএফটির দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷

তাতে আইপিএফটিও আশ্বস্থ হয়৷ বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট গঠন করে আইপিএফটি৷ জোটের প্রধান শর্ত হিসেবে অভিন্ন নূ্যনতম কর্মসূচিতে পৃথক রাজ্যের দাবিকে অন্তর্ভূক্ত করা হয়নি৷ এ বিষয়ে সহমতের ভিত্তিতে বিজেপি ও আইপিএফটি নির্বাচনের আগে যৌথ বিবৃতিও দিয়েছে৷ কিন্তু, নির্বাচনে জয়ী হওয়ার পর আইপিএফটি পূণরায় পৃথক রাজ্যের দাবি নিয়ে আন্দোলন জারি থাকবে বলে  জানান দলের সভাপতি এনসি দেববর্মা৷ এই বিষয়টিকে নিয়ে জোট রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়৷ বুধবার দিল্লি থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মাকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, পৃথক রাজ্যের দাবি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকার কোন কমিটি গঠন করেনি৷ তাঁর মতে, কমিটি গঠন করার আগেই জনজাতিদের উন্নয়নে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে৷ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর জবাবেও প্রমাণিত পৃথক রাজ্যের দাবি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার কোনও কমিটি গঠন করেনি৷ তবে, তিনি স্পষ্ট করে দিয়েছেন এই দাবি পূরণ সম্পূর্নই রাজ্য সরকারের উপর নির্ভর করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *