BRAKING NEWS

১০২তম জন্মদিনে ওস্তাদ বিসমিল্লা খানকে ডুডলে শ্রদ্ধা জানাল গুগল

কলকাতা, ২১ মার্চ (হি.স.) : সানাই আর ওস্তাদ বিসমিল্লা খান সমার্থক শব্দ । জন্মদিনে ভারতীয়র উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের কিংবদন্তি তথা তৃতীয় ‘ভারতরত্ন’ বিসমিল্লা খানকে শ্রদ্ধা জানাল আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গুগল |
বুধবার ছিল ওস্তাদ বিসমিল্লা খানের ১০২তম জন্মদিন। ১০২তম জন্মদিনে একাধিক সম্মানে ভুষিত বিসমিল্লা খানকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। এদিনের ডুডলে একটি জ্যামিতিক প্যাটার্নস এর ব্যাকড্রপের বিরুদ্ধে সানাই বাজাচ্ছেন বিসমিল্লা খান ।
১৯১৬ সালে ২১ মার্চ জন্মগ্রহণ বিহারের ডুমরাহ জেলায় জন্ম গ্রহণ করেন শাস্ত্রীয় সঙ্গীতের এই ব্যক্তিত্ব৷ বাবা পয়গম্বর খান এবং মা মিঠানের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি | ছোট থেকে সঙ্গীতচর্চার ওপর তার আগ্রহ লক্ষ্য করেন তার পরিবার ৷ তার প্রথম শিক্ষাগুরু ছিলেন আলি বক্স বিলায়তু৷ তার কাছেই সানাইয়ের প্রথম হাতেখড়ি বিসমিল্লাহ৷
সম্প্রীতি এবং সহিষ্ণুতার এক অনন্য উদাহরণ ছিলেন বিসমিল্লা। প্রতিটি অনুষ্ঠানে ‘রঘুপতি রাঘব’ অবধারিত ছিল। রাধাকৃষ্ণের লীলা পরিবেশন করতে করতে তিনি বলতেন, ‘বাজাতে বাজাতে মনটা আমার বৃন্দাবনে চলে যায়।’ সঙ্গীত, সুরের সেই পরিবেশন তখন আর শুধু পারফরম্যান্স থাকত না, হয়ে উঠত মানবদর্শন। সকালে রোজ গঙ্গাস্নান করতেন। দিনে পাঁচ বার নমাজ পড়তেন। তার পর সন্ধ্যায় রোজ বালাজি মন্দিরের চাতালে রেওয়াজ করতেন।
শাস্ত্রীয় সঙ্গীতের এই শিল্পী ১৯৩৭ সালে প্রখম অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে সকলের নজরে আসেন৷ ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি লালকেল্লা তিনি প্রথম সানাই বাজান৷এছাড়া আফগানিস্থান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান, হংকংয়ের মতো একাধিক জায়গায় ছিল তার গুনমুগ্ধ শ্রোতা৷ যাদের জন্য মাঝেমধ্যেই তাকে পাড়ি দিতে হত এই সব জায়গায় ৷ অন্যদিকে তিনি চলচ্চিত্র জগতেও কাজ করেছেন দু-একবার৷ বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের জলসাঘরে তিনি কাজ করেছেন, পাশাপাশি পরিচালক গৌতম ঘোষের সিনেমাতেও কাজ করেছেন তিনি৷
তার দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি পেয়েছেন একাধিক সম্মান ৷ পণ্ডিত রবিশঙ্কর এবং এম এস শুভলক্ষ্মীর পর তৃতীয় ব্যক্তি হিসেবে ২০০১ সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন বিসমিল্লা খান | এরপর ১৯৬১ সালে পদ্মশ্রী, ১৯৬৮ সালে ১৯৬৮ সালে পদ্মভূষণ, ১৯৮০ সালে পদ্মবিভূষণের মতো পুরস্কার তিনি পান৷ এ ছাড়া পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক অকাদেমি ও তানসেন সম্মানেও অলঙ্কৃত হয়েছেন তিনি।
এত খ্যাতি এবং সাফল্য থাকার পরেও তিনি নিজে ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ৷ ১০২ তম জন্মদিনে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানায় হিন্দুস্থান সমাচারও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *