BRAKING NEWS

সীমান্ত অপরাধ ও নেশা কারবারের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সীমান্ত অপরাধ এবং নেশা কারবারের বিরুদ্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাফ কথা, নেশা কারবার এবং সীমান্ত অপরাধ কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ এজন্য উন্মুক্ত সীমান্ত সিল করে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে ৭৫ কিমি সীমান্ত এলাকায় এখনো কাটা তাড়ের বেড়া নির্মাণ হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শীঘ্রই সীমান্তে অসমাপ্ত কাটা তাড়ের বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ আগামী এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যে এসে সীমান্ত এলাকা পরিদর্শন করবেন, জানালেন মুখ্যমন্ত্রী৷

বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, সীমান্ত অপরাধ এবং নেশা সামগ্রীর পাচার রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা৷ বহু যুবক নেশার কবলে পড়ে বরবাদ হয়ে যাচ্ছেন৷ ফেন্সিডিল সহ নেশা সামগ্রীর পাচার বন্ধ করা যাচ্ছে না, কারণ এখনো সীমান্তের অনেকটা জায়গায় কাটা তাড়ের বেঁড়া নির্মাণ হয়নি৷ তাঁর কথায়, গন্ডাছড়া এবং সোনামুড়া মহকুমায় ৭৫ কিমি সীমান্ত এলাকায় এখনো কাঁটা তাড়ের বেড়া নির্মাণের কাজ বাকি রয়েছে৷ ফলে, ওইসব এলাকা দিয়ে অবাধে নেশা সামগ্রী পাচার হচ্ছে৷ শুধু তাই নয়, ওই সব এলাকায় সীমান্ত অপরাধ দমন করাও সম্ভব হচ্ছে না৷

মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং প্রতিশ্রুতি দিয়েছেন শীঘ্রই রাজ্যে সীমান্ত এলাকায় অসমাপ্ত কাঁটা তাড়ের বেড়া নির্মাণের কাজ সমাপ্ত করা হবে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, জিরো পয়েন্টে কাঁটা তাড়ের বেড়া নির্মাণ হচ্ছে৷ তাতে জটিলতা দেখা দিয়েছিল৷ কারণ, জিরো পয়েন্টে কাঁটা তাড়ের বেড়া নির্মাণ হলেও, এপাড় থেকে ওপাড়ে সহেজেই পাচার সম্ভব হবে৷ তাই এখন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জিরো পয়েন্টে সিসিটিভি বসানো এবং একটি সেন্ট্রাল কন্ট্রোল এন্ড মনিটরিং রুম স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে৷ তাতে কাঁটা তাড়ের বেড়ার এপার থেকে ওপারে পাচার সম্ভব হবে না৷ সিসিটিভির নজরদারির ফলে পাচারকারীদের সহজেই চিহ্ণিত করা যাবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সীমান্ত এলাকায় রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাঁটা বেড়া নির্মাণের কাজ পরিদর্শনে আগামী এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যে আসবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *