ফিলিপিন্সে যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত্যু হল ১৯ জনের, আহত ২১ জন

ম্যানিলা, ২২ মার্চ (হি.স.) : মিন্দোরে দ্বীপের মধ্যদিয়ে রাজধানী ম্যানিলার দিকে যাওয়ার সময়ে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত্যু হল অন্তত ১৯ জনের৷ দুর্ঘটনায় জখম আরও ২১ জন যাত্রী৷ রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে| প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার কারণ হিসেবে জানিয়েছেন, গত রাতে ফিলিপিন্সে যাত্রীবাহী বাসটি যখন রাজধানী ম্যানিলার দিকে যাচ্ছিল তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| চালক বাসটির গতি সামলাতে না পারায় বাসটি সোজা গিয়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে ৪৯ ফুট গভীর খাদে পড়ে যায়। এদিকে আচমকা এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলের আশপাশ চত্বরে| প্রশাসন এবং স্থানীয় মানুষের ততপরতায় চলে উদ্ধার কার্য| তবে প্রাথমিক ভাবে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| খতিয়ে দেখা হচ্ছে প্রকৃত কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে| বেছে যাওয়া যাত্রীদের অনেকেই জানিয়েছেন সম্ভবত চাল নিদ্রাছন্ন হয়ে পরেছিল| মৃতদের মধ্যে ওই বাসের চালক রয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে| প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, রাজধানী ম্যানিলা থেকে ১৯৫ কিলোমিটার দক্ষিণে সাবলায়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *