BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর দিল্লী সফরে রাজ্য দেখছে আশার আলো, ত্রিপুরায় হচ্ছে আরও দুটি রিজার্ভ ব্যাটেলিয়ান, সীমান্তে কাঁটাতারের বেড়ায় বসছে সিসিটিভি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ২০ মার্চ৷৷ ত্রিপুরায় আরও দুটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ান গড়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ তাতে সরাসরি ২২০০ যুবকের সরাসরি কর্মসংস্থান তথা চাকুরী হবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই ব্যাটেলিয়ান গড়ার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তাছাড়া ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের কাঁটাতারের বেড়ায় বসানো হবে সিসিটিভি ক্যামেরাও৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা দুইদিনের দিল্লী সফরে গিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে পৃথক ভাবে সাক্ষাৎ করেছেন এবং রাজ্যের বিভিন্ন সমস্যা ও বাস্তব পরিস্থিতি তুলে ধরে দাবী জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিল্লী সফরে ত্রিপুরা আশার আলো দেখছে বলেই মনে করা হচ্ছে৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করেন৷ রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন৷ মুখ্যমন্ত্রী দাবী করেন, ত্রিপুরায় যাতে আরও দুটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ান গড়ার অনুমোদন দেওয়া হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথেই এই দাবী মেনে নিয়ে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ান গড়ার অনুমোদন দেন৷ বিপ্লব কুমার দেব, স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের সীমান্ত এলাকার বর্ডার রোড এবং কাঁটাতারের বেড়া সংক্রান্ত বিষয়টিও উত্থাপন করেন৷ আলোচনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত- বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ায় বসানো হবে সিসিটিভি৷ সেই সাথে সেন্ট্রাল কন্ট্রোল অ্যান্ড মনিটরিং রোম  স্থাপন করা হবে যাতে সীমান্ত অপরাধের দিকে নজরদারী চালানো যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে সমস্ত ধরনের সহায়তা করা হবে৷

এদিকে, মুখ্যমন্ত্রী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন৷ আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় মোট ৩০ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হবে ত্রিপুরায়৷ যাতে প্রতিমাসে ২৫০০০ সংযোগ৷ মাত্র ৪১ হাজার ২৫০ টি সংযোগ দেওয়া হয়েছে এই প্রকল্পে৷ কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট পিএসইউর পরিকাঠামো উন্নত করার নির্দেশ দিয়েছে যাতে সিএনজি এবং এলপিজি বটলিং প্ল্যান্টের৷ যাতে করে ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একাংশেও সরবরাহ করা যেতে পারে৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন ওএনজিসিকে যাতে তারা দক্ষতা বিকাশে জোর দিতে হাইড্রোকার্বন সেক্টরে৷ তাছাড়া পেট্রোক্যামিকেল অথবা সার কারখানা খোলার বিষয়েও যাতে ওএনজিসি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে নির্দেশ দেন৷

আবাসন ও শহর বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাক্ষাৎ করেন এবং বৈঠক করে বিভিন্ন বিষয়ো দাবী পেশ করেন৷ আলোচনাার পর কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারীকদের নির্দেশ দিয়েছেন জরুরী ভিত্তিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহরী), এনইউএলএম, আমরুট ইত্যাদি প্রকল্পে ২৯২ কোটি টাকা দ্রুত মঞ্জুর করার জন্য৷ সেই সাথে আগরতলা স্মার্ট সিটি প্রকল্প নিয়েও কেন্দ্রীয় শহর বিষয়ক মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ তাছাড়া সাতটি জেলা হেডকোয়ার্টারের বিভিন্ন প্রকল্পে ১৩২০ কোটি টাকার অনুদান দেওয়ার বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রী সুবজ সংকেত দিয়েছেন৷

অন্যদিকে, উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেন৷ কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল ত্রিপুরায় খোলা হবে  আগামী তিন বছরে৷ তার জন্য ৩৮৪ কোটি টাকা প্রয়োজন সুকল ও হোস্টেল নির্মাণের জন্য৷ তাছাড়া অতিরিক্ত প্রতি বছর ৫০ কোটি টাকা দেওয়া হবে৷ সেই সাথে রাজ্যের উপজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপাজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *