BRAKING NEWS

কোচি থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ সরানোর দাবি সচিন-সৌরভের

মুম্বই, ২১ মার্চ (হি.স.) : কোচির জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে অাসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ সরানোর দাবি জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর৷ সচিনের এই দাবিকে সমর্থন জানিয়ে টুইট করেন “প্রিন্স অব কলকাতা” সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷

সূত্রের খবর, ফিফা অনুমোদিত ভারতের ছটি ফুটবল মাঠের একটি হল কোচির এই মাঠ৷ ক্রিকেট খেলার জন্য ক্ষতি হতে পারে মাঠটির টার্ফের, তাই এই মাঠে ক্রিকেট হোক এমনটা চাইছেন না সচিন৷ বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানোর সঙ্গে নিজের করা টুইটে ব্যাপারটির উল্লেখ করেন মাস্টার ব্লাস্টার৷ পরে তাঁকে সমর্থন জানিয়ে টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷

অাগামী ১ নভেম্বর কোচির জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ হওয়ার সম্মতি দিয়েছিল কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ বিষয়টি জানতে পেরে সচিন টুইট করেন, ‘ ফিফা অনুমোদিত বিশ্বমানের কোচির ফুটবল মাঠটির ক্ষতি হওয়া নিয়ে চিন্তায় রয়েছি৷ কেসিএকে অনুরোধ তিরুবনন্তপুরমের মাঠে ক্রিকেট ও কোচির মাঠে ফুটবল পাশাপাশি সহাবস্থান করুক৷’ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে৷ অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ ছাড়াও আইএসএল-এর ম্যাচগুলিও খেলা হয় কোচির মাঠে৷ সচিনের টিম কেরল ব্লাস্টার্সের ঘরের মাঠ এটি৷ স্বাভাবিকভাবেই মাঠটির কোনরকম ক্ষতি হোক কিংবা ফিফার মাঠের তালিকা থেকে বেরিয়ে যাক কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামটি তা না পসন্দ লিটিল মাস্টারের৷ গোটা বিষয়টি নিয়ে সচিন কথা বলেন বিসিসিঅাইয়ের চিফ কমিটির প্রশাসক বিনোদ রাইয়ের সঙ্গে৷ সচিনের এই টুইটকে পোস্ট করে টুইটারে দাদা লেখেন, ‘ আমি তোমার সঙ্গে সহমত সচিন’ এরপর বিসিসিআইকে ট্যাগ করে কলকাতার আইএসএল দল এটিকের মালিক সৌরভ লিখেছেন ‘অনুগ্রহ করে বিষয়টি দেখুন৷ কেএসির আরও অনেক ক্রিকেট মাঠ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *