BRAKING NEWS

দুমকা কোষাগার মামলায় দোষীসাব্যস্ত হলেন লালু, বেকসুর খালাস জগন্নাথ মিশ্র

রাঁচি, ১৯ মার্চ (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা, দুমকা কোষাগার মামলায় রাঁচির বিশেষ সিবিআই আদালতে দোষীসাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| পশুখাদ্য কেলেঙ্কারির ছ’টি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটি মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন লালু| আর সোমবার চতুর্থ মামলাটিতেও দোষীসাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো| তবে, দুমকা কোষাগার মামলায় লালু দোষীসাব্যস্ত হলেও, স্বস্তি পেলেন বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র| রাঁচির বিশেষ সিবিআই আদালত জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস ঘোষণা করেছে| লালু ছাড়াও দুমকা কোষাগার মামলায় ১৬ জন অভিযুক্ত দোষীসাব্যস্ত হয়েছেন এবং বেকসুর খালাস হয়েছেন ১২ জন |
শারীরিক অসুস্থতাজনিত কারণে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিত্সাধীন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| শারীরিক অসুস্থতা সত্ত্বেও এদিন রাঁচির বিশেষ সিবিআই আদালতের উদ্দেশে রওনা হন লালু, কিন্তু আদালতে পৌঁছানোর আগেই আরজেডি সুপ্রিমোকে দোষীসাব্যস্ত ঘোষণা করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত| লালু এদিন দোষীসাব্যস্ত হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে একহাত নেন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং| মোদী-নীতীশকে আক্রমণ করে রঘুবংশ প্রসাদ সিং বলেছেন, ‘নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমারের খেলা সত্যিই আজব| পুনরায় রেহাই পেলেন জগন্নাথ মিশ্র, আর লালুর হল জেল| একজনের জেল, অপরজনের বেল (জামিন)| এটাই নরেন্দ্র মোদীর খেলা|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির ছ’টি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটি মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ যাদব| সোমবার চতুর্থ মামলাটিতেও (দুমকা কোষাগার মামলা) দোষীসাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো| এই মামলায় লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৩১ জন অভিযুক্ত ছিলেন| সোমবার ১৬ জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই, আদালতে বেকসুর খালাস হয়েছে জগন্নাথ মিশ্র সহ মোট ১২ জন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *