চড়িলাম কেন্দ্রে উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মার রেকর্ড ভোটে জয়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মার্চ৷৷ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই শেষ হলো ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা৷ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশালগড় এসডিএম অফিসে চড়িলাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ভোটগণনা পর্ব শেষ হয়েছে৷ এদিন সকাল ৭টা ২০ মিনিটে কাউন্টিং অবজারভার ললিত গগৈ, রিটার্নিং অফিসার সমিত রায় চৌধুরী এবং ইআরও জি ভি দাস সহ সমস্ত আধিকারিক এবং আইএনসি প্রাথাী অর্জুন দেববর্মা, আইএনপিটি প্রার্থীর সামনে যে খানে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে ইভিএম বন্ধি রাখা ছিল সে ঘরের দরজা তালাখুলে ইভিএম গুলি কাউন্টিং হলে নিয়ে যাওয়া হয়৷ বারটি টেবিলে ইভিএমের ভোট গণনা শুরু করা হয় সকাল ৮টায়৷ প্রথম রাউন্ডে চড়িলাম কেন্দ্রের আইএনসি প্রার্থী অর্জুন দেববর্মা ভোট পেয়েছেন ১৮২ টি, সিপিআই(এম) ২৯৭টি, বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা পেয়েছেন ৭৬৬৩ টি ভোট, আইএনপিটি ১৮৬ টি, আইএনডি ৪৮ টি এবং নোটা ১০৬ টি ভোট৷ দ্বিতীয় রাউন্ডে ভোট পায়, আইএনসি ৫১৩টি, সিপিএম ৬৪০টি, বিজেপি ১৫,৯০৫ টি, আইএনপিটি ২৮৮ টি, আইএনডি পায় ১০৭ টি, নোটাতে যায় ২৭৯ টি ভোট৷ তৃতীয় রাউন্ডে ভোট পায় আইএনসি ৭০৭ টি, সিপিআই(এম) ৯০৫টি, বিজেপি ২৩,৩৭৬ টি, আইএনপিটি ৫৭৭টি আইএনডি ১৭৩ টি এবং নোটাতে পড়ে ৪২৭ টি ভোট৷ চূড়ান্ত রাউন্ডে কংগ্রেস দল পায় ৭৭৫টি, সিপিএম দল পায় ১০৩০ টি, বিজেপি পায় ২৬,৫৭৭ টি ভোট, আইএনপিটি পায় ৬৮৫ টি, আইএনডি পায় ১৯৮ টি৷ তৎসঙ্গে নোটায় ভোট পড়েছে ৪৮৫ টি ভোট৷
গণনার পর জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার সমিত রায় চৌধুরী৷ চড়িলাম কেন্দ্রের বিজয়ী প্রার্থী যীষ্ণু দেববর্মা নির্বাচনী প্রশংসা সাটিফিকেট নিয়ে সোজা চলে আসেন এসডিএম অফিস চত্বরে৷ বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মাকে চড়িলাম থেকে আগত কার্যকর্তারা ফুলের মালা ও গেরুয়া আবির নিয়ে বিজয়োল্লাস করেন৷ ভোট গণনার পর চলে যান বিশালগড় ব্রীজ চৌমুহনী এলাকায়৷ সেখানেও ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিশালগড়ের বিজেপি কার্যকর্তারা৷ সেখান থেকে চলে আসেন চড়িলামে৷ চড়িলামের সমস্ত রাস্তাঘাট গাড়ি র্যালি করে জনগণের আশির্বাদ গ্রহণ করেন৷ বৃহস্পতিবার সকালে যখন ভোট গণনা শেষ হয় তখন চড়িলাম বাজার সংলগ্ণ খেলার মাঠে বিজয় উৎসব করা হয়েছে বিজেপির তরফে৷ অনুষ্ঠানে বিজয়ী প্রার্থী যীষ্ণু দেববর্মা সকল স্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে বলেন শান্তি ও শৃঙ্খলা যাতে অক্ষুন্ন না হয়৷ শুক্রবার তিনি বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *