BRAKING NEWS

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন টিডিপির

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ১৫ মার্চ ৷৷ ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় এনডিএ সরকারের বিরুদ্ধে এবার ওয়াই এস আর কংগ্রেস দলের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার কথা ঘোষণা করলেন তেলুগু দেশম পার্টি৷ বৃহস্পতিবার টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মখ্যুমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিধানসভায় বলেন, যে দলই কেন্দ্রীয় সরকাররে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করুক না কেন, প্রয়োজন হলে আমরা সেই প্রস্তাব সমর্থন করব৷ অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের দাবি পূরণ না হওয়াতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আগেই সরে দাঁড়িয়েছে টিডিপি৷ চন্দ্রবাবুর নির্দেশে পদত্যাগ করেছে দুই মন্ত্রী অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরি৷

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে মোদি সরকারে গুরুত্ব না পাওয়ার অভিযোগ করেছেন চন্দ্রবাবু৷ তিনি বলেন, প্রথম এনডিএ সরকারে ছিড় টিডিপি৷ আমরা ক্ষমতা চাইনি৷ বাজপেয়ীজি টিডিপির ৬ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেন৷ কিন্তু আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি৷ বাজেপেয়ীজির আমলে তিনি আমাদের পরামর্শ নিতেন৷ আমাদের সঙ্গে আলোচনার ফলেই সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করার ভাবনা সরকারের৷

এদিন ওয়াই এসআর কংগ্রেস সেখানে জানিয়ে দেয়, তারা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে৷ পাশাপাশি জানিয়েছে, যারা অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেবে তাঁর পক্ষেই থাকবে দল৷ নিজেদের দাবি সমর্থনে ওয়াই এস আর কংগ্রেস, অন্ধ্রের বিভিন্ন আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়েছে৷ যাতে সেই দলগুলি এনডিএর বিরুদ্ধে চলে যায়৷ শোনা যাচ্ছে, ওয়াই এস আর কংগ্রেসের এই উদ্যোগে সামিল হচ্ছে তেলুগু দেশম পার্টি৷ আগামীকাল শুক্রবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে চলেছে ওয়াই এস আর কংগ্রেস৷ এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেন ওয়াই এস আর কংগ্রেসের সাংসদ ওয়াই ভি সুববা রেড্ডি৷ তিনি বিভিন্ন দলের নেতাদের লেখা চিঠিতে বলেন, এই অনাস্থা প্রস্তাবের পরেও কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেতশকে স্পেশাল স্টেটাস দিতে রাজি নয়৷ আমাদের দলের সাংসদরা আগামী ৬ এপ্রিল পদত্যাগ করবেন৷

সংবিধানের ১১৮ ধারা সংসদের উভয় কক্ষকে বিজনেজ নির্ধারণে অনুমতি দিয়েছে৷ সেই মোতাবেক লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে গেলে ১৯৮ ধারা মোতাবেক অধ্যক্ষের কাছে আবেদন জানাতে হবে৷ নিয়ম অনুযায়ী যেকোন সদস্য লিখিতভাবে নোটিশ পেশ করবেন৷ অধ্যক্ষ অনাস্থা প্রস্তাবটি সংসদে পড়ে শুনাবেন এবং প্রত্যেক সদস্যকে এর পক্ষে কিংবা বিপক্ষে মত জানাতে বলবেন৷ যদি, ন্যুনতম লোকসভার ৫০জন সাংসদ এর পক্ষে মত দেন তাহলে অধ্যক্ষ অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিনক্ষণ স্থীর করবেন৷ ১৯৯৯ সালে প্রথম এনডিএ সরকার এমনই অনাস্থ প্রস্তাবের মুখোমুখী হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *