BRAKING NEWS

সাইবার আক্রমণের কবলে এয়ার ইন্ডিয়া, হ্যাক করা হল অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): সাইবার আক্রমণের সম্মুখীন হল ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া| মধ্যরাতের কিছু পরে (১৫ মার্চ) হ্যাক করা হল এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট| হ্যাক করার পর এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের কভার ছবিতে তুর্কি এয়ারলাইনের ছবি লাগানো হয়| এছাড়াও ওই টুইটার অ্যাকাউন্ট থেকে সে সমস্ত টুইট করা হয়েছে সবই তুর্কি ভাষায়| এমনকি একাধিক টুইট, রিটুইটও করা হয়েছে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে| সরিয়ে দেওয়া হয় সংস্থার ভেরিফায়েড নীল রঙের টিক চিহ্নটিও| সাইবার বিশেষজ্ঞদের ধারণা, এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার নেপথ্যে তুর্কির কোনও হ্যাকারের হাত থাকতে পারে|
হ্যাক করার পর এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘোষণা : আমাদের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে| এখন থেকে আমরা তুর্কি এয়ারলাইন্স-এর সঙ্গে উড়বো|’ যদিও সাইবার আক্রমণের কয়েক মিনিটের মধ্যেই তুর্কি ভাষার সমস্ত টুইট ডিলিট করা হয়েছে| অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক সম্পর্কে এযার ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত বিশদে কিছু জানানো হয়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *