BRAKING NEWS

পরীক্ষার আগেই ফাঁস সিবিএসইর দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল সিবিএসইর দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র৷ সোস্যাল মিডিয়া হোয়াটস অ্যাপে সিবিএসইর দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে খবর৷ ঘটনায় তদন্তের নির্দেশ জারি হয়েছে৷ তবে এই কারণে পরীক্ষা বন্ধ হবে না বলে সিবিএসই সূত্রে জানা গিয়েছে খবর৷
বৃহস্পতিবার সিবিএসইর দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে৷ বুধবার রাতেই থেকে হোয়াটস অ্যাপে ঘোরাফেরা করছে পরীক্ষার প্রশ্নপত্র৷ তবে সিবিএসইর তরফে এখবর এখনও চূড়ান্ত করা হয়নি৷ প্রতিটি রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে তারা যেন কোনও ইস্যু না বানায়৷
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া নিজে সেই ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র দেখেছেন৷ অ্যাকাউন্টেসির দ্বিতীয় সেটের প্রশ্নপত্রের সঙ্গে তার হুবহু মিল৷ তবে এজন্য পরীক্ষা বাতিল হবে না বলে জানানো হয়েছে৷
ঘটনায় দফতরের অাধিকারিক নিয়ে একটি বৈঠক আয়োজন করা হয়েছে৷ কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল, তা নিয়ে তদন্ত করা হবে৷ তবে সিবিএসই মনে করছে ভেতরের কোনও ব্যক্তিই প্রশ্নপত্র ফাঁস করেছে৷ এনিয়ে যদিও সিবিএসইর তরফে কোনও মন্তব্য করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *