BRAKING NEWS

রাস্তা বেহাল, নির্মাণ সংস্থাকে কালো তালিকা, অভিযুক্তের বিরুদ্ধে আগে ব্যবস্থা পরে তদন্ত, গন্ডাছড়া সফরে গিয়ে বিডিও সহ তিন জন আধিকারিককে বরখাস্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ১৩ মার্চ৷৷ পিছিয়ে পড়া মহকুমা গন্ডাছড়ায় গিয়ে সরকারী কাজ দেখে রুদ্ধমূর্তি  ধারণ করেছেন মুখ্যমন্ত্রী৷ তার রোশ কত ভয়ঙ্কর

মঙ্গলবার গন্ডছড়ায় মানুষের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ নিজস্ব ছবি৷

সেই প্রমাণও মিলেছে৷ কাজে গাফিলতির জন্য তদন্ত পরে হবে, আগে বরখাস্ত করুন৷ গন্ডাছড়ায় গিয়ে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ পাশাপাশি এদিন তিনি কর্তব্যে অবহেলার দায়ে তিনজনকে সাময়িক বরখাস্তও করেছেন৷ শুধু তাই নয়, রাস্তার কাজে চরম অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী নির্মাণ সংস্থা এইচএসসিএল’কে কালো তালিকাভুক্ত করারও নির্দেশ দিয়েছেন৷ এদিন মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাবে রাজ্য প্রশাসনে দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে৷

রাজ্য প্রশাসনকে শুধরানো এবং দূর্নীতিমুক্ত করার বিশেষ উদ্যোগ হিসেবে মঙ্গলবার গন্ডাছড়ায় প্রশাসনিক বৈঠক এবং মহকুমা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ গন্ডাছড়ায় ফিসারি হেলিপ্যাডে তাঁর হেলিকপ্ঢার অবতরণ করে৷ এরপর তিনি গাড়িতে প্রত্যান্ত এলাকাগুলি সফর করেন৷ এলাকা সফরে বিভিন্ন উপজাতি জনপদে কেন্দ্রীয় প্রকল্পের কাজের ধরণ দেখে তিনি ভিষণ বিরক্তি প্রকাশ করেন৷

সঙ্গে সঙ্গে ডেকে আনা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের৷ কর্তব্যে অবহেলার দায়ে তৎক্ষনাৎ মুখ্যমন্ত্রী তিন আধিকারিককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন৷ তাঁরা হলেন টিসিএস আধিকারিক তথা ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ দেববর্মা, একজন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং একজন পঞ্চায়েত সচিব৷ কর্তব্যে গাফিলতি কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

ভগীরথ এডিসি ভিলেজের শৌচাগার এবং পানীয় জলের বরাদ্দকৃত অর্থের কোন কাজ হয়নি বলে অভিযোগ৷ ওই সব কাজের দায়িত্বপ্রাপ্তরা কোনও উপযুক্ত জবাব দিতে না পরায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ সরাসরি প্রত্যক্ষ করেন এবং আধিকারিকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েই পর্যালোচনা বৈঠক সারেন৷ উপস্থিত আধিকারিকদের প্রত্যন্ত এলাকায় দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশও দেন৷

এদিকে, গন্ডাছাড়ায় রাস্তার অবস্থাও খুব খারাপ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সফরে আসছে জেনে তড়িঘড়ি রাস্তা সংস্কার করা হয়েছে৷ কিন্তু, সেকাজও ঠিকভাবে করা হয়নি৷ মুখ্যমন্ত্রী এদিন নির্মাণ সংস্থা এইচএসসিএল’কে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন৷ এদিন তিনি জেলা প্রশাসনকে কড়া ভাষায় নির্দেশ দেন, কর্তব্যে গাফিলতি হলে আগে ব্যবস্থা নিন, পরে তদন্ত করবেন৷  এদিন গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে অবহিত করেন৷ ধনুরাম পাড়াতে অবিলম্বে পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবা প্রদানের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা খুশি৷ ধনুরাম পাড়াতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

চিকিৎসার সুযোগ গ্রহণের সুবিধার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য গ্রামবাসীরা আবেদন জানান৷ মুখ্যমন্ত্রী গ্রামের সার্বিক সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ পরে মুখ্যমন্ত্রী এলাকার স্থানচ্যুত জনজাতি ২টি পরিবারের খোঁজখবর নেন৷ ধনুরাম পাড়া সফর শেষে বিকেলে স্থানীয় মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত ধলাই জেলা ভিত্তিক পর্যালোচনা সভাতে সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের নেতিবাচক দৃষ্টিভঙ্গী ভুলে গিয়ে সময়ের কাজ সময়ে শেষ করে সমৃদ্ধ ত্রিপুরা গড়তে হবে৷ কেন্দ্রীয় সরকারের মস্ত প্রকল্প সহ কাজ ও সেবা নিষ্ঠার সাথে পালন করতে হবে৷ সবাইকে সাথে নিয়ে সকলের বিকাশ ঘটাতে হবে৷ তিনি আশা ব্যক্ত করেন, আগামী তিন বছরের মধ্যেই ত্রিপুরাকে শ্রেষ্ঠ মডেল রাজ্যে পরিণত করবে রাজ্যের জনগন ও সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, এম জি এন রেগার কাজ সঠিকভাবে করতে হবে৷ বেআইনীভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে৷ তিনি বলেন, সরকার গরীব অংশের মানুষকে সৌভাগ্য যোজনাতে বিনামূল্যে বিদ্যুৎ দেবে৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সহ সকল প্রকল্প সঠিকভাবে রূপায়ণ করতে হবে৷ এ বিষয়ে সাইন বোর্ড, ফ্লেক্স-এর মাধ্যমে জনগণকে অবহিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ ত্রিপুরা গড়ার অঙ্গীকার নিয়ে সকল আধিকারিক সহ সর্বস্তরের সরকারী কর্মচারীকে সমস্ত সংকীর্ণতার উধের্ব উঠে সময়ের কাজ সময়ে করতে হবে৷ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, সরকারী কাজে কোনও ধরণের হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না৷ কেউ অন্যায়ভাবে কোনও কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে তিনি সরকারী নিয়ম কানুন পালনকারী অফিসারদের পাশে থাকবেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের রাজ্যটি খুবই ছোট, তাই দূরে পোস্টিং হয়েছে এই ধরণের অজুহাত কর্মচারীদের থেকে কাম্য নয়৷

জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে গন্ডছড়া-রইস্যাবাড়ি সড়ক নির্মাণের কাজ আগামী বর্ষার আগে শেষ করার জন্য রাজ্যের মুখ্য সচিব পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ তিনি বলেন, আমবাসা-গন্ডছড়া-অমরপুর-শান্তিরবাজার জাতীয় সড়ক চালু হলে গন্ডাছড়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *