BRAKING NEWS

ভোররাতে আগুন-আতঙ্ক পুণেতে, অকালেই মৃত্যু দু’জনের

পুণে, ১৪ মার্চ (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক মহারাষ্ট্রের ‘এডুকেশনাল সিটি’ পুণেতে| বুধবার ভোররাত তিনটে নাগাদ পুণের শিবাজীনগর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি দু’জনকে| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোররাত তিনটে নাগাদ শিবাজীনগর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| ওই ফ্যাক্টরিতে মিষ্টির প্যাকেট তৈরির কাজ হতো| ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত|
শুধু পুণেই নয়, বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডের-আতঙ্ক বিরাজ করে মহারাষ্ট্রের পালঘর জেলাতেও| ভোররাত তিনটে নাগাদ পালঘর জেলার দাহানু তালুকাতে, কাসা মার্কেটে অবস্থিত একটি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে| বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| দমকল কর্মীদের প্রচেষ্টায় ওই বিল্ডিং থেকে ছ’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুনও নিয়ন্ত্রণ এসেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *