BRAKING NEWS

পুলিশের উপর আস্থা থাকলেও ডিজিপির বক্তব্য বাস্তবের সাথে মিল নেই, দাবি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ পুলিশের উপর বিশ্বাস হারায়নি সিপিএম৷ কিন্তু, রাজ্য পুলিশের মহানির্দেশক আইন-শৃঙ্খলা নিয়ে যা বলছেন

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷ নিজস্ব ছবি৷

তার সাথে বাস্তবের মিল নেই বলে দাবি সিপিএমের৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷

এদিন তিনি বলেন, সোনামুড়া সহ বক্সনগর এবং সংলগ্ণ এলাকায় সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর সাথে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী এবং গৌতম দাশও ছিলেন৷ বক্সনগর, মানিক্যনগর, দক্ষিণ কলমছড়া, কমলানগর, মতিনগর, ধনপুর বিধানসভা কেন্দ্রে রবীন্দ্রনগর এলাকায় ব্যাপক সন্ত্রাসে সিপিএমের পার্টি অফিস মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে৷ পার্টি কর্মীরা ভয়ে বাড়িঘরে যেতে পারছেন না৷ তাই, অবিলম্বে সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিপিএম৷ গৌতম দাশের কথায়, পুলিশ কিছু কিছু ঘটনায় ভূমিকা নিয়েছে৷ কিন্তু, তাঁরাও চাপে রয়েছেন৷ ফলে, অধিকাংশ ক্ষেত্রেই কোন ব্যবস্থা নেয়নি পুলিশ৷ তাঁর কথায়, পুলিশের উপর আস্থা নেই এমনটা বলছি না৷ এখনও তাঁদের বিশ্বাস রয়েছে৷ কিন্তু, তারা শাসক দলের নির্দেশের কাজ করবে, উষ্মা প্রকাশ করেন তিনি৷ তাঁর দাবি, সন্ত্রাস এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের বক্তব্যের সাথে বাস্তবের কোন মিল নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *