BRAKING NEWS

সমাজদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ, জানালেন ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১২ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্পষ্ট ঘোষণা রাজ্যের আইন শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে হবে৷ আর এই ঘোষণাকে বাস্তব রূপ

সাংবাদিক সম্মেলনে ডিজিপি বক্তব্য রাখেন৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

দিতে পুলিশ প্রশাসন নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে পালন করার উপর জোর দিয়েছে৷ শুধু তাই নয় রাজ্যে সমাজদ্রোহীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যুদ্ধ ঘোষণা করেছে বলে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷

সোমবার পুলিশ হেডকোয়র্টারে এক সাংবাদিক সম্মেলনে শ্রীশুক্লা জানান, রাজ্যের অভ্যন্তরে, কিংবা দেশের অভ্যন্তরেও যদি অথবা বিদেশে পালিয়ে থেকে থাকে অপরাধীরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রয়োজনে রেড কর্ণার নোটিশ জারী করে হলেও তাদের ধরা হবে৷ কাউকেই ছাড়া হবে না৷ ডিজিপির দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আজও৷ তবে রবিবার পৃথক স্থানে যে দুটি ঘটনা ঘটেছে সেগুলি তদন্ত করা হচ্ছে৷ তিনি জানান, যেকোন মামলায় তদন্তাকারী পুলিশ অফিসার কিংবা এসম্পর্কিত সংশ্লিষ্ট কোন পুলিশ কর্মীর বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রেও পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷ তিনি জানান, রাজ্যের আট জেলার পুলিশ সুপরাদের সাথে এদিন ভিডিও কনফারেন্স করেছেন৷ তিনি জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয়৷ তিনি জানান, নির্বাচনের পর বিভিন্ন স্থানে যেসব হিংসার ঘটনা ঘটেছে সেগুলির পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত মোট ৩৫ জনকে ধরা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ তাঁর দাবি রাজ্যে আইনের শাসন কার্যকর করা হবেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *