BRAKING NEWS

ইভিএম বিকলের ট্রেডিশান অব্যাহত, চড়িলামে ভোট পড়ল ৮১.২১ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১২ মার্চ৷৷ ১৯চড়িলাম বিধানসভা আসনের নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে৷ সোমবার সকাল ৭ টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়৷ শেষ হয় বিকাল ৪টায় পর্যন্ত৷ মোট ভোট পড়েছে ৮১.২১ শতাংশ৷

৪০ টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ৩৬ হাজার ৮৪০ জন ভোটার চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন৷ নির্বাচন দফতরের তথ্য অনুসারে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৮৭ শতাংশ৷ চড়িলাম বিধানসভার মোট ৪০টি বুথেই শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে ভোট গ্রহণ পর্ব৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ১/২/৩৭ এবং ১৭ নং বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার ফলে ঘন্টা খানেক দেরী হয়েছে বুথ গুলিতে ভোট শুরু করতে৷ ১৮ বছরের নবীন ভোটার থেকে ৯৮ বছরের বৃদ্ধা পর্যন্ত ভোট দিতে এসেছেন উৎসবের মেজাজে৷ বিশ্রামগঞ্জ ৩৭ নং বুথের সামনে বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা জানান উনি রেকর্ড ভোটে জয়ী হতে চলছেন৷ কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ বিএলওরা প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটার লিস্ট নিয়ে ভোটারদের সাহায্য করার জন্য ছিলেন৷ উৎসবের মেজাজে ভোট দিয়েছে চড়িলাম বিধানসভায় ভোটাররা জানিয়েছেন বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *