BRAKING NEWS

অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন, জল্পনা প্রশাসনিক মহলে

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন| প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি| প্রসঙ্গত, দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় সোমবারই ভি কে জৈনকে জিজ্ঞাসাবাদ করেছেন দিল্লি পুলিশের তদন্তকারীরা| এরপর মঙ্গলবার ভি কে জৈন সিদ্ধান্ত নিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে তিনি ইস্তফা দেবেন| ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও)-এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন ভি কে জৈন, এছাড়াও পদত্যাগ পত্রের একটি কপি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনরকেও|
উল্লেখ্য, ২০১৭ সালে ১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হন ভি কে জৈন| তার আগে তিনি দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি)-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ছিলেন| প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিগ্রহের শিকার হন দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশ| ওই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর অফিসে (সিএমও) আসা বন্ধ করে দেন ভি কে জৈন| মেডিক্যাল লিভ নিয়ে দীর্ঘদিনের ছুটিতে চলে যান তিনি| ইতিপূর্বে ভি কে জৈন জানিয়েছিলেন, তিনি কিছুই দেখেননি| কারণ ওই সময় (অংশু প্রকাশকে নিগ্রহ) তিনি ওয়াশরুমে গিয়েছিলেন| ভি কে জৈন আচমকা কেন কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন, তা নিয়ে দিল্লির প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *