BRAKING NEWS

সোমবার বিধানসভা ভবন ঘেরাও উপলক্ষে কৃষক সমাবেশে স্তব্ধ বাণিজ নগরী

মুম্বই, ১১ মার্চ (হি.স.) : একগুচ্ছ দাবিতে সোমবার ১২ মার্চ বিধানসভা ভবন ঘেরাও করবেন মহারাষ্ট্রের কৃষকরা । যার জন্য রবিবার বাণিজ নগরীতে এসে পৌঁছলেন কমপক্ষে ৩০ হাজার কৃষক। কৃষক সমাবেশে কার্যত স্তব্ধ বাণিজ নগরী |আগামীকাল বিধানসভা অভি‌যানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ।
ঋণ মকুব, ফসলের ন্যা‌য্য দাম, অরণ্যের জমির অধিকার সহ একগুচ্ছ দাবি সিপিএমের কৃষকসভার ডাকে আগামিকাল মহারাষ্ট্রের বিধানসভা ভবন ঘেরাও করবেন কৃষকরা। এই অবসস্থায় গত ৬ মার্চ থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে হাঁটছেন কাতারে কাতারে মানুষ। যার জন্য রবিবার বাণিজ নগরীতে এসে পৌঁছলেন কমপক্ষে ৩০ হাজার কৃষক। কৃষক সমাবেশে কার্যত স্তব্ধ বাণিজ নগরী | আগামীকাল বিধানসভা অভি‌যানকে ঘিরে তোলপাড় হওয়ার আশঙ্কার ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ।
অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি জমায়েতের লোকসংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। অনেকে তাদের পরিবারের লোকজনকে নিয়েও এসেছেন। কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে সোমবার কৃষকদের সংখ্যা ৬০ হাজার ছাপিয়ে ‌যেতে পারে।
তবে আগামীকাল বিধানসভা অভি‌যানকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ। পুলিশ আজাদ ময়দানের কাছে পদ‌যাত্র আটকে দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে তাদের বিক্ষোভ রোখা এখন মুম্বই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
এখন রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলছে | এর মধ্যেই এই কৃষক বিক্ষোভে পড়ল ফড়নোবিশ সরকার। গোদের উপরে বিষফোঁড়া হয়েছে শিবসেনা ও এমএনএস। তারা কৃষকদের ওই সমাবেশকে সমর্থন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *