/শান্তিপূর্ণভাবে শেষ গোরক্ষপুর লোকসভা উপনির্বাচন, ভোটের হার ৪৭.৪৫ শতাংশ

শান্তিপূর্ণভাবে শেষ গোরক্ষপুর লোকসভা উপনির্বাচন, ভোটের হার ৪৭.৪৫ শতাংশ

লখনউ, ১১ মার্চ (হি.স.) : রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হল গোরক্ষপুর লোকসভা আসনের উপনির্বাচন৷ এদিন সকাল ৭টা থেকে দুটি লোকসভা অাসনের জন্য ভোট গ্রহণ শুরু হয়৷ নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা পর্যন্ত গোরক্ষপুর লোকসভায় ৪৭.৪৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে৷ জানা গিয়েছে, ভোট গ্রহণ পর্ব চলাকালীন কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ এদিন সকাল থেকে উত্তরপ্রদেশের এই দুই লোকসভা কেন্দ্র গোরক্ষপুর ও ফুলপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণপর্ব চলে। এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে অাগামী ১৪ মার্চ।
উত্তরপ্রদেশের এই দুই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়। পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে রয়েছে পুলিশবাহিনীও। এদিন সকাল থেকে গোরক্ষপুর লোকসভা আসনের উপনির্বাচন ভোট চলে খুব ধীর গতিতে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই লোকসভা কেন্দ্রের পাঁচটি বিধানসভায় মাত্র ৭ শতাংশ ভোট পড়ে৷ বেলা বাড়ার সঙ্গেই ভোটের হারের পরিবর্তন অাসে। বেলা ১১ টায় পর্যন্ত ১৭ ও দুপুর ১টা পর্যন্ত এই হার বেড়ে ৩০.২ শতাংশে যায়। এদিন বিকেল ৫টা পর্যন্ত গোরক্ষপুর লোকসভায় ভোট পড়েছে ৪৭.৪৫ শতাংশ৷
নির্বাচনী দফতর সূত্রে খবর, ভোটপর্ব শেষ হওয়া পর্যন্ত গোরক্ষপুর লোকসভা আসনের পাঁচটি বিধানসভার মধ্যে কাম্পিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৪৯.৪৩ শতাংশ, পিপড়াইজ বিধানসভা কেন্দ্রে ৫২.২৪ শতাংশ, গোরক্ষপুর শহর বিধানসভা কেন্দ্রে ৩৭.৭৬ শতাংশ, গোরক্ষপুর গ্রামীন কেন্দ্রে ৪৫.৭৪ শতাংশ এবং শহজানহা বিধানসভা কেন্দ্রে ৫০.০৭ শতাংশ ভোট পড়েছে ২১.৬৫ শতাংশ। উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভের পর তিনি হন রাজ্যের মুখ্যমন্ত্রী হন৷ অন্যদিকে, ফুলপুর কেন্দ্রের সাংসদ কেশব প্রসাদ মৌর্য উপ-মুখ্যমন্ত্রী পদ পান৷ এই দু’জনই উত্তর প্রদেশ বিধানসভার সদস্য হয়ে যাওয়ায় লোকসভা আসন দু’টি খালি পড়ে যায়৷ যার ফলে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে৷
গোরক্ষপুরে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বৃহদ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি দুইটি আসনেই জয় লাভ করবে। পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকারী সরকারের জন্য আগামী ২০১৯ শের নির্বাচনের ফলাফলও বিজেপির জন্য ভাল হবে।