BRAKING NEWS

ভূস্বর্গে পুনরায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে খতম কুখ্যাত তিন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১২ মার্চ (হি.স.): ভূস্বর্গে জঙ্গি দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত তিন সন্ত্রাসবাদী| নিহত তিন সন্ত্রাসবাদীর মধ্যে এখনও পর্যন্ত দু’জন জঙ্গির নাম ও পরিচয় জানা গিয়েছে, তারা হল- শ্রীনগরের বাসিন্দা এসা ফাজলি এবং অনন্তনাগ জেলার কোকেরনাগ-এর বাসিন্দা সঈদ ওয়েইস| তৃতীয় জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল, পিস্তল ও হ্যান্ড গ্রেনেড সহ প্রচুর গোলাবারুদ| নিরাপত্তা বাহিনীর অভিযানে কুখ্যাত তিন সন্ত্রাসবাদীর মৃত্যুর পরই নিরাপত্তা খাতিরে ওই এলাকায় বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল-কলেজ| পাশাপাশি কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে গোটা এলাকায়|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাকুরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে হাকুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| সোমবার ভোররাতে তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত তিন সন্ত্রাসবাদী| অনন্তনাগ জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ‘অনন্তনাগ জেলার হাকুরা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়| তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা| তারপরই দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়| নিহত হয় তিন সন্ত্রাসবাদী| এনকাউন্টারে নিহত তিন সন্ত্রাসবাদীর মধ্যে এখনও পর্যন্ত দু’জন জঙ্গির নাম ও পরিচয় জানা গিয়েছে, তারা হল- শ্রীনগরের বাসিন্দা এসা ফাজলি এবং অনন্তনাগ জেলার কোকেরনাগ-এর বাসিন্দা সঈদ ওয়েইস|’
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত তিন সন্ত্রাসবাদীর মধ্যে একজন শ্রীনগরের উপকণ্ঠে সৌরা এলাকায় পুলিশ পোস্টের ওপর সম্প্রতি যে হামলা হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিল| উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই সৌরার পুলিশ পোস্টে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| জঙ্গি হামলায় শহিদ হন একজন পুলিশ কর্মী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *