BRAKING NEWS

তামিলনাড়ুর পাহাড়ি জঙ্গলে দাবানলের গ্রাসে মৃত বেড়ে ৯, প্রাণে বাঁচলেন ২৭ জন

চেন্নাই, ১২ মার্চ (হি.স.): তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গিনী পাহাড়ের জঙ্গলে দাবানলের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯| দাবানলের গ্রাসে ৯ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর জখম হয়েছেন অন্তত ৮ জন এবং সামান্য জখম হয়েছেন ১০ জন| সোমবার সকালে এ কথা জানিয়েছেন থেনি জেলার কালেক্টর এম পল্লভী বলদেব| মৃত ৯ জনের মধ্যে চারজন হলেন মহিলা, চারজন পুরুষ এবং একটি শিশু| উদ্ধার করা সম্ভব হয়েছে কমপক্ষে ২৭ জনকে, তাঁদের গুরুতর জখম হয়েছেন ৮ জন এবং সামান্য জখম হয়েছেন ১০ জন|
প্রশাসন সূত্রের খবর, কুরাঙ্গিনী পাহাড়ি জঙ্গলে আগুন লাগার সময় সেখানে মোট ৩৬ জন ট্রেকার ছিলেন| তাঁদের মধ্যে ২৪ জন হলেন চেন্নাইয়ের এবং ১২ জন ত্রিপুরা থেকে এসেছিলেন| রবিবার বিকেলে ট্রেকিং সেরে ফেরার সময় দাবানলের কবলে পড়েন তাঁরা| দাবানলের গ্রাসে পড়ে অকালেই মৃত্যু হল ৯ জনের| এই ঘটনায় বন দফতরের দিকে অভিযোগের আঙুল উঠেছে| কারণ, মরশুমের এই সময় জঙ্গলের শুকনো পাতায় অনেক সময় আগুন ধরে যায়| তা সত্ত্বেও এতবড় ট্রেকিং দলকে কেন অনুমতি দেওয়া হল, সে বিষয়ে প্রশ্ন উঠছে|
প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের নির্দেশে রবিবারই উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনা| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, রাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| দু’টি হেলিকপ্টারের সাহায্যে দেহ গুলি নিয়ে আসা হবে| আগুন হেলিকপ্টার আগুন নিভিয়েছে| থেনি জেলার কালেক্টর এম পল্লভী বলদেব জানিয়েছেন, দাবানলের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯|
প্রশাসন সূত্রের খবর, চেন্নাই থেকে যে ২৪ জনের দলটি এসেছিল, তার মধ্যে ২৩ জনই মহিলা| ত্রিপুরা থেকে আসা ১২ জনের দলটির মধ্যে তিনজন মহিলা এবং তিনটি শিশু ছিল| একটি শুকনো পাহাড়ি নদীখাতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা| কিন্তু, সেখানে পড়ে থাকা শুকনো পাতায় সহজেই আগুন ধরে যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *