BRAKING NEWS

চারদিনে পরপর তৃতীয়বার, শ্রীনগরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): গত চারদিনে পরপর তৃতীয়বার| আবারও আত্মঘাতী হলেন একজন বীর সেনা জওয়ান| শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল, শ্রীনগরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| আত্মঘাতী সিআরপিএফ জওয়ানের নাম হল, পুরখা সুখদেব| তাঁর বাড়ি তেলেঙ্গানায়| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে শ্রীনগরের মুন্সি বাগ এলাকায়, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭৯ ব্যাটেলিয়নের এফ-কোম্পানির ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়| তত্ক্ষণাত্ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সিআরপিএফ জওয়ান পুরখা সুখদেব| সময় নষ্ট না করে রক্তাক্ত অবস্থায় ওই সিআরপিএফ জওয়ানকে ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু, চিকিত্সকরা তাঁকে প্রাণে বাঁচাতে পারেননি| হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিআরপিএফ জওয়ান পুরখা সুখদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি, তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা|
উল্লেখ্য, গত চারদিনে পরপর তিনবার এমন দুঃখজনক ঘটনা ঘটল| অকালেই চলে গেল তিনজন বীর জওয়ানের প্রাণ| প্রথমে গত বুধবার কুপওয়ারা জেলায় আত্মঘাতী হন ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান বীরেন্দ্র সিনহা (২৪)| নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি| এরপর গত বৃহস্পতিবার কুপওয়ারা জেলাতেই আত্মঘাতী হন সেনাবাহিনীর জওয়ান নায়েক শঙ্কর সিং (৩৬)| এবার আত্মঘাতী হলেন সিআরপিএফ জওয়ান পুরখা সুখদেব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *