BRAKING NEWS

প্রয়াত সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যের প্রয়াত সমবায়, মৎস্য ও অগ্ণি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার মরদেহ রবিবার সকালে নয়াদিল্লী থেকে আগরতলায় আনা হয়৷ এরপর মহাকরণ প্রাঙ্গনে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে মহদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, প্রধান সচিব এল কে গুপ্তা, রাকেশ সারোয়াল, সচিব সমরজিৎ ভৌমিক, তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব মানিক লাল দে, সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী সহ অন্যান্য দপ্তরে সচিবগণ, আধিকারিকগণ, টিএসআর জওয়ানগণ ও মহাকরণের কর্মচারীগণ৷

এরপর বিধানসভা ভবন প্রাঙ্গনে প্রয়াত মন্ত্রীর মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার সচিব বামদেব মজুমদার, অতিরিক্ত সচিব প্রতাপ চাকমা, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা আর কে জমাতিয়া সহ টিএসআর জওয়ান, আধিকারীক ও বিধানসভার কর্মীগণ৷ এরপর সমবায় দপ্তরের প্রধান কার্য্যালয় প্রাঙ্গনে প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী, সমবায় নিয়ামক স্বপন কুমার দাস সহ অন্যান্য আধিকারীকগণ ও কর্মচারীগণ৷

তারপর বেলা ১টা ৩ মিনিটে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়হয় তেলিয়ামুড়া মহকুমার ত্রিশাবাড়ীস্থিত তাঁর নিজ বাসভবনে৷ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *