BRAKING NEWS

বসন্তের শুরু থেকেই পারদ চড়তে শুরু করবে উত্তর ভারতে

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বসন্তের শুরু থেকেই পারদ চড়তে শুরু করবে উত্তর ভারতে| অন্যবারের তুলনায় এবছর বাড়তে পারে গরম| এমনটাই আবহাওয়া দফতর সূত্রেজানা গিয়েছে| আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মার্চ মাস থেকে মে মাসের মধ্যে দেশের বেশির ভাগ জায়গায় স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রী গরম বেশিথাকবে| জানা গিয়েছে, উত্তরভারতের রাজ্যগুলির মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানে গরমের প্রকোপ বাড়বে| হাওয়া অফিস জানিয়েছে এই রাজ্যগুলিতে স্বাভাবিকতাপমাত্রার চেয়ে ১.৫ ডিগ্রী সেলসিয়াস বেশি গরম পড়তে পারে| তবে এই রাজ্যগুলির থেকেও গরমের পারদ বেশি চড়তে পারে হিমাচলপ্রদেশ এবং উত্তরাখন্ডে| এখানেতাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রী বাড়তে পারে| আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে এই বছর দেশের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু, কর্নাটকের দক্ষিনঅংশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম সহ ত্রিপুরার আবহাওয়া মোটামুটি স্বাভাবিকের আশপাশে থাকবে| তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ,তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটের গুজরাটের মত রাজ্যগুলির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার ৫২ শতাংশ সম্ভবনারয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *