সীমান্তে বিএসএফের ঢিলেঢালা নজরদারী, বাড়ছে বাইক পাচার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের সীমান্ত গ্রামগুলিতে চুরির ঘটনা অব্যাহত রয়েছে৷ কাঁটাতারের বেড়া দেওয়ার পরও চোরের তান্ডব থেকে রেহাই পাচ্ছেন না সীমান্ত এলাকার বাসিন্দারা৷ মঙ্গলবার গভীর রাতে কমলাসাগরের মধুপুরের পূর্ণ সেনাপতি পাড়া থেকে একটি বাইক চুরি হয়েছে৷ বাইকের মালিক প্রদীপ দেববর্মা এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ বাইকটি ঘরের বারান্দায় ছিল৷ বুধবার সকালে ঘুম থেকে উঠে প্রদীপবাবু দেখতে পান বাইকটি নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান৷ ২নং এন সি পাড়া আদর্শ কলোনী সীমান্ত এলাকা দিয়ে বাইকটি বাংলাদেশে পাচার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই সীমান্ত দিয়ে ইতিপূর্বেও কাঁটাতারের বেড়া কেটে চোরেরা বেশ কয়েকটি চুরির ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ৷ সীমান্তে বিএসএফ পাহাড়ার দায়িত্বে থাকলেও তারা সঠিকভাবে পাহাড়া দিচ্ছে না বলে অভিযোগ৷ বিএসএফের গাফিলতিরে সুযোগকে কাজে লাগিয়েই চোরের দল সীমান্ত ডিঙ্গিয়ে এসে এসেব চুরির ঘটনা সংগঠিত করে চলেছে৷ তাতে ক্ষোভে ফঁুসেেছন সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ৷ সীমান্তে টহলদারী বাড়ানোর জন্য এলাকাবাসী জোরালো করার দাবী জানিয়েছেন৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ আশা করেছিলেন কাঁটাতারের বেড়া হয়ে গেলে সীমান্ত অপরাধ ও চুরি ডাকাতির ঘটনা হ্রাস পাবে৷ কিন্তু, তা হ্রাস পায়নি৷ সে কারণেই সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী উঠেছে৷ এদিকে, পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে, বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *