BRAKING NEWS

দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর কলেজ, আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজনৈতিক সন্ত্রাসে ধর্মনগর কলেজ উত্তপ্ত৷ এসএফআই কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে এবিভিপির সমর্থকরা৷ সংঘবদ্ধ হামলায় পাঁচজন আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে ছাত্র রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷

বিধানসভা নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি৷ এরই মধ্যে ধর্মনগর কলেজে দুটি ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে৷ শাসক দলীয় ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির মধ্যে বুধবার ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ অভিযোগ, এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সভাপতি আনন্দ ত্রিবেদী ও সম্পাদক অভিষেক সোমের নেতৃত্বে এসএফআইয়ের কতিপয় সমর্থক এবিভিপির সমর্থকদের উপর হামলা চালায়৷ হামলায় এবিভিপির প্রসেনজিৎ দত্ত, নিবি দেবনাথ, পুষ্পজিৎ নাথ, পিংকি দেবনাথ ও নীলাঞ্জনা ভট্টাচার্য আহত হন৷ তাদেরকে হুমকি দেওয়া হয় রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হচ্ছে৷ বামফ্রন্ট সরকারা গঠন হলে এবিভিপির সমর্থকদের কলেজ ছাড়তে হবে বলে হুমকি দেওয়া হয়৷ বিষয়টি এবিভিপির সমর্থকরা কলেজের অধ্যক্ষ শম্ভু রক্ষিতকে জানায়৷ অধ্যক্ষ বিষয়টি সুরাহার চেষ্টা করেন বলে জানান৷ অধ্যক্ষের সঙ্গে কথা বলে এবিভিপির সমর্থকরা যখন ফিরে আসছিল তখনই এসএফআইয়ের সমর্থকরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ ছাত্র সংঘর্ষের খবর পেয়ে ধর্মনগর কলেজে ছুটে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ কলেজের অধ্যক্ষ নিজেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ ধর্মনগর কলেজে এবিভিপির উপর হামলার জল বহুদূর পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে৷ পুলিশ সার্বিক পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে চলেছে৷

এদিকে, এই ঘটনার পর র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে বলে খবর৷ গোটা ধর্মনগরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে৷ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলদারী চালিয়ে যাচ্ছে৷ স্থানীয় পুলিশ প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷ এদিনের ঘটনায় কলেজ চত্বরে যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আশেপাশের লোকজনও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়৷ উভয় ছাত্র সংগঠনের প্রচুর সংখ্যায় কর্মী ও সমর্থক হাসপাতাল চত্বরে ভীড় করায় দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিল পুলিশ প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *